ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

কবর থেকে মরদেহ উঠিয়ে সাজানোর অদ্ভুত রীতি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৩, সেপ্টেম্বর ৭, ২০১৪
কবর থেকে মরদেহ উঠিয়ে সাজানোর অদ্ভুত রীতি! ছবি: সংগৃহীত

ঢাকা: জীবনে অনেক অদ্ভুত আচারানুষ্ঠানিকতার কথা শুনেছেন বা দেখেছেন। বাজি ধরে বলতে পারি, ইন্দোনেশিয়ার বিচিত্র এক রীতি ছাড়িয়ে যাবে আপনার আগের সব অভিজ্ঞতাকে!

আচারানুষ্ঠানটির নাম ‘মাইনেনে’ বা মরদেহ পরিষ্কারের অনুষ্ঠান।



দেশটির দক্ষিণ সুলাওয়েসির তোরাজা গ্রামের রীতি হলো, প্রতিবছর মৃত স্বজনদের কবর থেকে তুলে মরদেহ পরিষ্কার করা।

শুধু পরিষ্কার করেই ক্ষান্ত হন না তারা, মরদেহকে নতুন কাপড় পরিয়ে, যেখানে তিনি মারা গিয়েছিলেন সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর সোজাপথে আবার ফিরিয়ে আনা হয় কবরে।    

জানা যায়, মারা যাওয়ার পর বিশেষ উপায়ে তাদের মমি করে সমাহিত করা হয়। মমি করে রাখার ফলেই বহুদিন পর্যন্ত মরদেহ অনেকটা অবিকৃত অবস্থায় থাকে।    

এমনকি শিশুদেরও তোলা হয় কবর থেকে। তাদেরও বাহারি পোশাকে সাজিয়ে, পুতুলসহ ঘুরিয়ে আনা হয়।    

প্রতিবছর আগস্ট মাসে চলে এই মরদেহ পরিষ্কারের রীতি।

টোরাজানবাসীর বিশ্বাস, এতে করে মৃত ব্যক্তির আত্মা আবার গ্রামে ফিরে আসে।  

মৃত স্বজনের জন্য জীবিতজনের ভালোবাসা। বহুদিন পর চুলে চিরুনির আঁচড়।

দুই মৃত দম্পতি, যেন আগের জীবনে ফিরে যাওয়া।

তোমার জন্য ভালোবাসা।

যেন ফিরে এলো পুতুল খেলার দিন।

আবার আঁধারের দেশে ফিরে যাওয়া।

দেখ, চিনতে পারছো আমাদের!

মৃতের জন্য জীবিতের মায়া।

পাথুরে পাহাড়ের গায়ে সাজানো মমিরা।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।