ঢাকা: প্রকৃতিতে এখন শরৎ রাজের খেলা। শরৎ মানেই অবধারিত নীলাকাশে সাদা মেঘের ওড়াউড়ি।
সবসময় এরকম চিরন্তনী তথা ক্ল্যাসিকাল দৃষ্টিতে শরৎকে দেখে অভ্যস্ত আমরা। বরং চিরচেনা মেঘকে এবার অন্যভাবে দেখা যাক।
শিরোনাম পড়েই বুঝতে পারছেন কী হতে চলেছে। হ্যাঁ, মেঘ নিয়ে ঠাট্টা-তামাশা, তবে সেটা ছবিতে। ওয়েব জগত থেকে সংগৃহীত ছবিগুলো তুলেছেন বিভিন্ন আলোকচিত্রী। এটা এই জন্যে বলা, ছবিগুলো মোটেই ফটোশপে তৈরি করা নয়।
ভূমিকা অনেক হলো, এবার দেরি না করে ঠাট্টা শুরু করা যাক।

মেঘ নয় যেন কেটলির ধোঁয়া। ছবি কৃতজ্ঞতা স্ক্র্যাম।

মেঘের উপর আঁচড়ানির আঁচড়। ছবি কৃতজ্ঞতা হোর্স্ট বার্নহার্ট।

মেঘ যখন লোভনীয় আইসক্রিম। ছবি কৃতজ্ঞতা সায়েন্টোলজি১০১.অর্গ।

দূরে কোথাও ফেলে দাও আবর্জনা মেঘ। ছবি কৃতজ্ঞতা ট্রাইনিডাডা।

গাছে পাতা নেই তাতে কী, মেঘ তো আছে! ছবি কৃতজ্ঞতা কিস টারবার্গ।

বেশি কথা বললে, একদম আকাশ থেকে টেনে ছিঁড়ে ফেলব! ছবি কৃতজ্ঞতা ফ্লিয়া ইয়ান।

দুষ্টুমি করলেই বোতলে আটকে রেখে দেওয়া হবে! ছবি কৃতজ্ঞতা কেরান গোলডিয়ান।

পাখির মতো খাঁচাবন্দি মেঘ। ছবি কৃতজ্ঞতা চেমা মাদোজ।

দেখ, আমার এক ফুঁতেই কত মেঘ! ছবি কৃতজ্ঞতা অজ্ঞাত।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪