ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

না খেয়ে তাকিয়ে থাকার কেক-১

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৩, সেপ্টেম্বর ২২, ২০১৪
না খেয়ে তাকিয়ে থাকার কেক-১

ঢাকা: কেক দেখলেই সবার আগে গপাগপ খাওয়ার কথা মাথায় আসে! আর আসবেই বা না কেনো! এমন লোভনীয় আর মজার করে সেগুলো বানানো হয়, তখন ওই একটি কথা ছাড়া কিছু মাথায় আসে না।

সেই কেক যদি পড়ে কোনো শিল্পীর হাতে, তাহলে ঘটনা হয়ে যায় উল্টো! বলা ভালো, কেকের নকশা যদি শিল্পী করেন, তখন দেখার মতো একটি দৃশ্য হয়।

নিশ্চিত সবাই খাওয়া বাদ দিয়ে শুধু তাকিয়ে থাকবেন কেকের দিকে।

সেরকম দশটি কেক আপনাদের সামনে পরিবেশন করছি। কেমন দেখতে, কিভাবে কী, কিছুই বললাম না। বরং আপনার চোখ আর মুখের একটা পরীক্ষা হয়ে যাক। খাবেন না দেখবেন!

লাইব্রেরি কেক

‘জলকাদায় শূকরছানার জলকেলি’ কেক

আপ (বিখ্যাত অ্যানিমেশন ছবি) কেক

প্লানেট কেক

রেড ড্রাগন কেক

পান্ডা কেক

আইস এজ (বিখ্যাত অ্যানিমেশন ছবি) কেক

জিরাফ মা ও ছানা কেক

বিয়ার বাকেট কেক

পোলো শার্ট কেক

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।