ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

মাত্র ৯ মিনিটে পেইন্টিং! (ভিডিও)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২০, সেপ্টেম্বর ২৬, ২০১৪
মাত্র ৯ মিনিটে পেইন্টিং! (ভিডিও)

ঢাকা: এক নাম না জানা পথশিল্পী। পেশাদার শিল্পীদের মতো তার হাজার রকমের তুলি নেই।

আঙুল আর রঙ তার একমাত্র ভরসা। রাস্তায় বসেই এঁকে ফেলছেন অসাধারণ সব ছবি।

নজরকাড়া সব প্রাকৃতিক দৃশ্যের ছবি তিনি এঁকে দিচ্ছেন মাত্র নয় মিনিটে! হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য ঠেকলেও, পুরো ব্যাপারটাই সত্যি।  

এ পথশিল্পীকে সাধারণত বিভিন্ন পর্যটন এলাকায় দেখা যায়। স্থানীয় প্রাকৃতিক নৈসর্গ তিনি ফুটিয়ে তোলেন রঙের জাদুতে। পর্যটকদের সামনে বসিয়ে উপস্থিত পোট্রেইটও এঁকে দেন।

তবে ভিডিওর এই পথশিল্পী সম্পর্কে কোনো তথ্য ‍পাওয়া যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও তার ব্যাপারে যথেষ্ট আগ্রহী। নানাভাবে তার খোঁজখবর বের করার চেষ্টা করছে তারা।

তবে গাছের পরিচয় যেমন ফলে, তেমনি কাজেই মানুষের পরিচয়। তার সম্পর্কে ধারণা পেতে নিচের ভিডিওটিই যথেষ্ট।

সম্প্রতি কেউ একজন ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে প্রায় সাত লাখ ৭০ হাজার লাইক পায়। ৪০ হাজার ব্যবহারকারী এর নিচে তাদের মতামত জানায়।

** ভিডিও




বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।