ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

বন্দুক দেখালেই ডিসকাউন্ট

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, অক্টোবর ৩, ২০১৪
বন্দুক দেখালেই ডিসকাউন্ট

ঢাকা: রেস্তোরাঁয় গিয়ে আরাম করে যা মন চায় খান। বিল দেওয়ার সময় বন্দুক দেখাবেন।

মিলে যাবে ডিসকাউন্ট।

ভাবতে পারেন, বন্দুকের ভয়ে ডিসকাউন্ট পাচ্ছেন! না, রেস্তোরাঁ মালিক খুশি মনেই দিচ্ছেন এই ডিসকাউন্ট। বন্দুক থাকলেই মিলবে ১০ শতাংশ ছাড়।

তবে সবখানে নয়, অভিনব এ নিয়ম খাটবে শুধু যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের বার্জারন রেস্তোরাঁয়। যারা সঙ্গে বন্দুক রাখেন তারাই এ সুবিধা পাবেন।
 
রেস্তোরাঁ মালিকের নাম কেভিন কক্স। জানা যায়, মজার এ আইডিয়াটি এক আইন কর্মকর্তা কয়েকমাস আগে তাকে দেন। তার পর থেকেই চলছে।

শোনা যাক তার মুখেই, প্রায় সব জায়গায় বন্দুকের উপর নিষেধাজ্ঞা থাকে। নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা বাদে বন্দুকধারী সাধারণ মানুষদের কোথাও ঢুকতে দেওয়া হয় না। এই মানুষগুলো কোথায় যাবে!
gun_2_
এজন্য আমি শুধু নিষেধাজ্ঞাই তুলিনি, ডিসকাউন্টও রেখেছি। যাতে অন্যরা আগ্রহী হয়। এতে আমার রেস্তোরাঁর বেশ ভালো প্রচারও হচ্ছে, যোগ করেন কেভিন।    
এখন কেভিনের দোকানে প্রতিদিন ১৫ থেকে ২০ জন বন্দুকধারী খাবার খেতে আসেন বলে জানা যায়।
 
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।