ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭

.... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, অক্টোবর ৩, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে photo.banglanews24@gmail.com ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

হাস্নাহেনার পাতায় ছোট্ট পোকা। ছবিটি লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের সুকতলা গ্রাম থেকে তুলেছেন এ এইচ এম আনিসুজ্জামান।

ঢাল-সড়কি... চর বা জমি দখলের লড়াইয়ে এসব দেশীয় অস্ত্রের প্রচলন ছিলো এক সময়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ছবিটি ত‍ুলে পাঠিয়েছেন শাহনেওয়াজ খান সুমন।

চাঁদপুর-লাকসাম রেলপথ, ব্রিটিশ আমলে যা ছিলো চাঁদপুর-আসাম রেলপথ। রেলপথটির রি-মডেলিংয়ের কাজ চলছে, রেল ও স্লিপার বসানো হলেও পাথর ফেলা হয়নি। পাথরহীন এই রেলপথে ঝুঁকিপূর্ণভাবে ডেমুট্রেসহ প্রতিদিন ৮টি রেলগাড়ি চলাচল করছে। চাঁদপুরের হাজীগঞ্জের উচ্চগাঁ থেকে ছবিটি তুলেছেন কামরুজ্জামান টুটুল।

নৌকা ভ্রমণ... সূর্যাস্তের সময় শীতলক্ষ্মা নদী থেকে দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেছেন মো. শুভ।

পরিচর্যা... যত্নে গাছের টব রঙ কর‍ার এ ছবি ‍তুলেছেন ব্যাংক কর্মকর্তা শৈলী সামন্তী।

ঘাসফড়িং নিয়ে পাখিছানাদের কাড়াকাড়ি। আনোয়ার সাঈদের ক্যমেরায় ধরা পড়েছে এ দৃশ্য।

সবুজের সমারোহ... নরসিংদীর মনোহরদী উপজেলা থেকে ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম।

একলা পথিক... সিলেটের জাফলং চা বাগান থেকে ছবিটি ফ্রেমবন্দি করেছেন রমজান হিরু।

বাসার ছাদে চাষ করা আনারসের ছবিটি তুলেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পারভেজ আনজাম মুনির।

বর্ষাকালীন গ্রাম... মৃদুল হোসেনের ক্যামেরায় ধরা পড়েছে এই মনোমুগ্ধকর দৃশ্য।

হাস্যোজ্জ্বল পথশিশু... রাজধানীর কারওয়ান বাজার থেকে ফুটফুটে শিশু দুটির ছবি ক্যামেরাবন্দি করেছেন শাহনেওয়াজ লিটু।

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে মনোরম এ দৃশ্য ধারণ করেছেন মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।