ঢাকা: খেয়াল করে দেখুন, হঠাৎ করেই জোরে চিৎকার দিয়ে উঠতে ইচ্ছে করছে আপনার! কেনো জানেন? আগামী ৮ অক্টোবর রাতের আকাশে দেখা দেবে ‘রক্তাক্ত চাঁদ’!
ভয় পেয়ে গেলেন! বেশ মজা ছেড়ে খুলে বলছি, ওইদিন আকাশে দেখা দেবে আংশিক চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এ চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৯টা ৩৩ মিনিটে।

গ্রহণ চলাকালে চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হয়। সূর্যের কিছু আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়ে চাঁদের ওপর পড়ার কারণে এমনটি হয়। অন্যান্য রং বিচ্ছুরিত হলেও লাল রং তুলনামূলকভাবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের ওপর পড়ে। এ কারণে গ্রহণের চাঁদকে লাল দেখায়। এই চাঁদকে বলা হয় ব্লাড মুন বা রক্তাক্ত চাঁদ।
চারটি ধারাবাহিক চন্দ্রগ্রহণকে বলা হয় ‘টেট্রাড’। আর টেট্রাড হওয়ার পথে আগামী ৮ অক্টোবরের চন্দ্রগ্রহণটি দ্বিতীয়। চলতি শতাব্দীতে মোট আটবার পৃথিবীবাসীর টেট্রাড দেখার সৌভাগ্য হবে। নাসার মতে, আগামী ২০৩৩ বা ২০৩৪ সালের আগে এটি দেখা দেবে না।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪