ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, অক্টোবর ৭, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে photo.banglanews24@gmail.com ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


সহজ নয় জীবন, তারপরও বেঁচে থাকি হাসি নিয়ে... সাইফুল ইসলাম রাব্বির ক্যামেরায় ফুটে উঠেছেন এই দুর্বার হাসি।

আলো আধারের খেলা। নরসিংদীর সৃষ্টিগড় থেকে ছবিটি তুলেছেন শাহনেওয়াজ।


বৃষ্টির পরে... দৃশ্যটি ফ্রেমবন্দি করে নীলফামারী থেকে পাঠিয়েছেন মেহেদি ইকবাল।


দলছুট... নাফ নদী থেকে একাকী গাংচিলের এ দৃশ্য ধারণ করেছেন নওগাঁ জেলার তানজিবুল রনি।


বান্দরবানের নীলাচল থেকে এ দৃশ্য ধরা পড়েছে সাইদুর রশিদ শিমুলের ক্যামেরায়।


দারুসবাড়ী মসজিদ... চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ছবিটি তুলে চট্টগ্রামের হাটহাজারী থেকে পাঠিয়েছেন ইসহাক ওমর।
 

ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি গ্রামের সবচেয়ে বড় পাথরখণ্ড হেলে পড়লেও, বছরের পর বছর এভাবেই আছে। জাফলং বেড়াতে গেলে ভারতের পাহাড়ে হেলে পড়ার মতো যে পাথর খন্ডটি চোখে পড়ে এট‍া সেই পাথর। এর নিচের অংশ পিয়াইন নদী ও বাংলাদেশ।


অপেক্ষা। জোয়ারের অপেক্ষায় থাকা নৌকা। মহেষখালী গোদারা ঘাট থেকে ছবিটি তুলেছেন রাজধানীর মো. শাহনেওয়াজ।

কচুরিপানা ফুল ‍তুলছে এক শিশু। রংপুর জেলার শ্যামপুর এলাকা থেকে ছবিটি তুলেছেন মেহেরপুরের মো. জামিরুল ইসলাম।


কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতু। ছবিট চট্টগ্রামের চান্দগাঁও থেকে পাঠিয়েছেন শাহ আলম মিন্টু।


শিশুদের স্নান... মুন্সীগঞ্জ জেলার উত্তর কাজী কসবা গ্রাম থেকে ছবিটি তুলেছেন মুহাম্মদ মাসুম হোসেন।


সোনারগাঁও যাদুঘর লেক থেকে ছবিটি তুলেছেন রাজধানীর মগবাজারের মো. রাযিব আকাশ।

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮


বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।