ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০

… | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫১, অক্টোবর ৮, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে photo.banglanews24@gmail.com ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

চা কন্যা... চায়ের দেশ মৌলভীবাজার জেলার প্রবেশদ্বার। মৌলভীবাজার থেকে ছবিটি পাঠিয়েছেন ইমন আহমেদ।

শামুক খল, প্রায় বিলুপ্ত হতে চলেছে পাখিটি। এখন অল্পকিছু দেখতে পাওয়া যায় রাজশাহীর বিজিবি ক্যাম্প সীমান্তে অবকাশের কাছে। এগুলো বাচ্চা শামুক খল, মায়েদের জন্য অপেক্ষা করছে। ছবি তুলেছেন আবরার শাঈর।

যাত্রী... রাজস্থলী, রাঙ্গামাটির পথে ফেরি থেকে ছবিটি তুলেছেন সৌমেন বড়ুয়া।

কোথাও কেউ নেই... জিল্লুর রহমানের ক্যামেরায়।

ফিনলে টি-বাংলো। শ্রীমঙ্গল থেকে ছবিটি তুলেছেন চট্টগ্রামের মুস্তাফা রিফাতিল মুরসালিন।

ককশিট বস্তায় ভরে বানারো নৌকায় নদী পারাপার করছে দুরন্ত শিশুরা। চট্টগ্রামের চাক্তাই খাল থেকে ছবিটি তুলেছনে শাহ আলম মিন্টু।

হাওরাঞ্চল খ্যাত সুনামগঞ্জের ১১টি উপজেলায় এখন সর্বত্র পানি আর পানি। তাই অধিকাংশ কৃষকরা অলস সময় পাড় করেন হাওরে মাছ ধরে। প্রতিবছর এ সময়টিতে মাছ ধরার সরঞ্জাম কেনার ধুম পড়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গুই গ্রাম হিসেবে পরিচিত আঙ্গারুলী গ্রামে। এ গ্রামে প্রায় ৩ শতাধিক পরিবার গুই বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ছবিটি তুলেছেন রাজু আহমেদ রমজান।

দে গরুর গা ধুইয়ে... কৃষকদের সবচেয়ে প্রিয় গার্হস্থ্য প্রাণী গরু। পরম যত্নে কৃষকরা তাদের গরুকে গোসল করান। চট্টগ্রাম লেবার কলোনি বাজার থেকে ছবিটি তুলেছেন জসীম উদ্দিন।

মেঘরাজ্যের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে উড়োজাহাজ। রাজধানীর বছিলা ব্রিজ থেকে দৃশ্যটি ‍ধারণ করেছেন মো. কাউসার হোসেন।

পেঁপে গাছের পাতার উপর দুটি প্রজাপতির মিলনের দৃশ্য ধারণ করেছেন চট্টগ্রামের মোহাম্মদ আলী।

চট্টগ্রাম নগরীতে নাগরিক ভোগান্তি। একটু বৃষ্টি হলেই শহরের পথে পথে পানি জমে নৌকা চলার উপক্রম হয়। আর এভাবেই বিকল হয়ে পড়া গাড়ি ঠেলে নিতে হয় যাত্রীদের। নগরীর মুরাদপুর থেকে ছবিটি তুলেছেন মো. মাইন উদ্দিন।

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন রংমিস্ত্রীরা। চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে মুঠোফোনে ছবিটি তুলেছেন মোহাম্মদ শেখ সাদী।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।