ঢাকা: পাশে আবাসিক ভবন, ব্যাংকের এটিএম বুথ থাকলেও চোরের নজর পড়েছে অ্যাকুরিয়ামের গোল্ডেন পার্ল অ্যারোয়ানা ফিশের ওপর। সব রেখে তিন চোর লুফে-লুটে নিলো ১২৬টি মাছই।
সম্প্রতি মুম্বাইয়ের কুরলার একটি দোকানে এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। গত বুধবার (২১ জানুয়ারি) স্থানীয় নেহেরু নগর পুলিশ স্টেশনে ক্ষতিগ্রস্তরা একটি চুরির মামলা দায়ের করলেই বিষয়টি সবার নজরে আসে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দোকানের মালিক অ্যাকুরিয়ামে ২৯৬টি গোল্ডেন পার্ল অ্যারোয়ানা ফিশ রেখে বাড়ি যান। পরদিন সকালে এসে তাতে খুঁজে পান ১৭০টি ফিশ। এ কারণেই ঘটনাটিকে তিনি চুরি হিসেবে নথিভুক্ত করেন।
গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, তিন অজ্ঞাত ব্যক্তি ওই ভবনে প্রবেশের পর সেখানে ১৫ মিনিট অবস্থান করেন। সেই তিন জনকেই মাছ চুরির জন্য অভিযুক্ত করা হচ্ছে।
তবে পাশে আবাসিক ভবন ও ব্যাংকের এটিএম বুথ থাকার পরও তারা কেন মাছ চুরি করলেন-এই উত্তরই এখন খুঁজছেন সবাই?
নেহেরু নগর পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ কর্মকর্তা সুরেশ বাভার বলেন, আগের দিন মালিক মাছ গুনে রাখায় বিষয়টি চুরির ঘটনা বলে বোঝা যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫