ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বরফের আড়াই হাজার ফুট নিচে প্রাণের খোঁজ

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
বরফের আড়াই হাজার ফুট নিচে প্রাণের খোঁজ ছবি : সংগৃহীত

ঢাকা: বরফরাজ্য এন্টার্কটিকা। বিস্তীর্ণ এ মহাদেশে বরফ ছাড়া আর কিই-বা রয়েছে! ভূমি থেকে পাহাড় সবই তো বরফে ঢাকা।



হিমশীতল এ এলাকার বাসিন্দা হিসেবে শ্বেত ভাল্লুক, পেঙ্গুইন আর শ্বেত শেয়াল ছাড়াও যে অন্য কোনো প্রাণী থাকতে পারে, তাও আবার বরফের এতটা নিচে, সেটা কে জানতো!

সেখানে বরফের প্রায় দুই হাজার ৪শ’ ২৭ ফুট নিচে জীবাণু বা পরজীবী ছাড়া অন্য কোনো জলজ প্রাণী থাকবে, এটা বিজ্ঞানীরা স্বপ্নেও ভাবেননি বলে জানায় বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার।



ভাবার কথাও না! কারণ যেখানে মাত্র পানির ৩২ ফুট নিচেই জলজ প্রাণীর দেখা মেলে না, সেখানে এত নিচে জলজ্যান্ত মাছ আরাম-আয়েশ করে খেয়েদেয়ে দিব্যি বেঁচে থাকবে, এটা সত্যিই চাঞ্চল্যকর একটি ঘটনা। সেটাই ঘটলো সম্প্রতি।



ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিঙ্কনের ইঞ্জিনিয়ারিং টিম সম্প্রতি একটি গবেষণা চালায় এন্টার্কটিকার ওপর। তারা এ অনুসন্ধানের জন্য হট ওয়াটার ড্রিল ও পানির নিচে চলাচলের  জন্য রোবটিক যান পরিচালনা করেন। বরফ খুঁড়ে তারা রোবটিক যানটিকে নিচে পাঠান।



এ গবেষণার সহযোগী নর্দান ইলিনয় ইউনিভার্সিটির ভূ-তাত্ত্বিক রোজ পাওয়েল জানান, এ ঘটনায় তারা খুবই বিস্মিত।



হয়তো অনেক প্রাণীই এরকম ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুরো এন্টার্কটিকার তলদেশ জুড়ে, যা এখনও আবিষ্কৃত হয়নি বলেও জানান তিনি।



বরফের নিচে পাঠানো ডিপ-এসসিআইএনআই নামের এ রোবটটি শুধু বরফজলে ভেসে বেড়ায়নি, ধারণ করেছে মাছের ছবিও। প্রায় কুড়ি মিনিট পানির নিচ থেকে রোবটটি কয়েক রকম মাছ, চিংড়ি ও কিছু অমেরুদণ্ডী প্রাণীর ছবি তুলে এনেছে।



তবে এভাবে সূর্যের আলো ছাড়া কিভাবে প্রাণীরা সেখানে দিব্যি বেঁচে রয়েছে সেটি খতিয়ে দেখছেন গবেষকরা। পুরো গবেষণাটির তত্ত্বাবধানে রয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশন্যাল সায়েন্স ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।