ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

সত্যিকার টম অ্যান্ড জেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, এপ্রিল ১৮, ২০১১
সত্যিকার টম অ্যান্ড জেরি

টম ও জেরির ঠোকাঠুকি, অভিমান, খুনসুঁটি সবশেষে সমঝোতা দুনিয়াজুড়ে সুবিদিত। শিশু-কিশোর এমনকি বড়দেরও নির্মল আনন্দের উৎস এই ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন সিনেমার চরিত্র দুটো।

আর হ্যাঁ, বিশ্বাস করুন আর না-ই করুন, কল্পজগত ছাড়িয়ে এবার বাস্তব জীবনে দুজনকে মুখোমুখি দেখা গেছে।

বিড়াল (টম) ও ইঁদুর (জেরি) একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় অন্তত কয়েক মুহূর্তের জন্য নেমেছিল বাস্তব জীবনে। শৌখিন আলোকচিত্রী বিল ম্যাকিনটশের নিজের চোখকেও যেন বিশ্বাস হচ্ছিল না।

৮১ বছর বয়সী বিল বলছেন, ‘ইঁদুরটি একবার গাছ বেয়ে ওপরে উঠছে তো, আরেকবার নিচে নামছে। আর বিড়ালটি তার থাবা দিয়ে ওটাকে ধরছে, ছাড়ছে। একসময় ইঁদুরটি হাঁপিয়ে গেলে বিশ্রাম নেয়। ’

স্কটল্যান্ডের অ্যাবারডিন শহরে বিলের পাশ্ববর্তী অঞ্চলে ছবিটি ধারণ করা। ১৪ বছর বয়স থেকে বিল ছবি তোলাকে শখ হিসেবে নিয়েছেন। তার ক্যামেরায় মূলত পাখির ছবি ধারণ করা হয়। প্রথমে ভেবেছিলেন, বিড়ালের সামনেও বুঝি একটি পাখি রয়েছে। আরও কাছাকাছি গিয়ে তো চোখ ছানাবড়া। এতো সত্যিকার টম ও জেরি।

তিনি বলেন, ‘আমি তাদের খেলারত অবস্থায় রেখে এসেছি। জানি না, বিড়ালটি ইঁদুরকে মেরে খেয়ে ফেললো কি না। ’ তবে বিলের আশা, ইঁদুরটা মরেনি।

ডেইল মেইল অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।