ঘটনা
১৮৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
১৯১৬ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণঅভ্যুত্থান শুরু।
১৯৪৫ সালে রুশ সৈন্যবাহিনী বার্লিনে প্রবেশ করে।
১৯৫৪ সালে রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।
১৯৭০ সালে জাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।
ব্যক্তি
১৭৪৩ সালে শক্তিচালিত তাঁত কারখানার উদ্ভাবক এডমন্ড কার্টরাইটের জন্ম।
১৯০৫ সালে পুলিৎজারপ্রাপ্ত মার্কিন কথাসাহিত্যিক রবাট পেন ওয়ারেনের জন্ম।
১৯৭২ সালে চিত্রশিল্পী যামিনী রায়ের মৃত্যু।
১৯৮০ সালে কিউবান কথাসাহিত্যিক আলেহে কার্পোন্তিয়ের মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ০০১০, এপ্রিল ২৪, রোববার ২০১১