হবিগঞ্জ সরকারি স্কুলের খ্যাতিমান শিক্ষক টি আলী স্যারের ৯৮তম জন্মবার্ষিকী ৩০ এপ্রিল। জন্মদিনে টি আলী স্যারের প্রতি শ্রদ্ধা জানাতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ঢাকায় বসবাসরত তাঁর ছাত্ররা।
৩০ এপ্রিল শনিবার বিকেল পাঁচটায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র মিলনকেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তারা।
অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করবেন তাঁর বিশিষ্ট ছাত্র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, শিল্পী সুবীর নন্দী, ডা. দীপক লাল বণিক, মোজাম্মেল হক, ডা. কামরুল হাসান তরফদার, সৈয়দ মোহম্মদ সেলিম, আতাউর রহমান, ডা. সাখাওয়াত হাসান জীবন, আতাউর রহমান ফারুক, শহীদ হোসেন খান, ডা. সৈয়দ আব্দুল কাদের সমীর, সৈয়দ এসএম সেলিম, সৈয়দ ফখরুল আলম, এস এখলাসুর রহমান, ডা আবুল কালাম আজাদ প্রমুখ।
টি আলী স্যার ১৯১৩ সালের ৩০ এপ্রিল সিলেটের বিয়ানীবাজারে জলঢুপ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি হবিগঞ্জ সরকারি স্কুলে যোগদান। দুই যুগের বেশি শিক্ষকতাকালে তিনি দেশ-বিদেশের বিখ্যাত বহু শিক্ষার্থী তৈরি করেছেন। প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াও ছিলেন তার একজন গর্বিত ছাত্র।
২০০০ সালে ২৮ ডিসেম্বর এই মহান শিক্ষক মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময় ১৯৩০, এপ্রিল ২৮, ২০১১