হবিগঞ্জ সরকারি স্কুলের খ্যাতিমান শিক্ষক টি আলী স্যারের ৯৮তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে টি আলী ফাউন্ডেশন করার ঘোষণা দিলেন তাঁর ছাত্ররা। সম্প্রতি রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে টি আলী (তজম্মুল আলী) স্যারের ছাত্র ইকবাল সোবহান চৌধুরী ও ডা. দীপকলাল বণিক এ ঘোষণা দেন।
অধুনাবিলুপ্ত ইংরেজি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান সোবহান চৌধুরী বলেন, টি আলী স্যারদের মতো শিক্ষক বর্তমান যুগে খুঁজে পাওয়া মুশকিল। তিনি ছাত্রদের নিজের সন্তানের মতোই মনে করতেন। ছাত্রদের জন্য, স্কুলের জন্য নিজের জীবনটাকেই উৎসর্গ করেছিলেন। স্যারের স্মৃতি রক্ষায় কাজ করে তাঁর কাছে আমাদের ঋণের কিছুটা হলেও শোধ করা কর্তব্য।
অনুষ্ঠানে বন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার ডা. দীপকলাল বণিক স্যারের নামে ফাউন্ডেশন করার ঘোষণা দেন। পরে ইকবাল সোবহান চৌধুরীসহ উপস্থিত অন্য ছাত্ররা এতে জোরালো সমর্থন দেন। ফাউন্ডেশনের কাজ শিগগিরই শুরু করার ঘোষণাও দেন তারা।
অনুষ্ঠানে টি আলী স্যারকে নিয়ে স্মৃতিচারণ করেন জাহানারা মান্নান, জালাল আহমেদ, মেজর খায়ের, এ কে আজাদ, সৈয়দ ফখরুল হাসান মুরাদ, ডা. এস এখলাসুর রহমান, আবদুস শহীদ, আব্দুর রউফ, আবুল কালাম আজাদ, আবদুল ওয়াদুদ, মহিবুল হোসেন জিতু, আজাদ কবির, কাজী তোফায়েল আহমেদ, নওশের আলম জিলানী ও জাকির হোসেন।
টি আলী স্যার ১৯১৩ সালের ৩০ এপ্রিল সিলেটের বিয়ানীবাজারে জলঢুপ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে তিনি হবিগঞ্জ সরকারি স্কুলে যোগদান করেন। দুই যুগের বেশি শিক্ষকতাকালে তিনি দেশ-বিদেশে বিখ্যাত বহু শিক্ষার্থী তৈরি করেছেন। প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াও ছিলেন তার একজন গর্বিত ছাত্র।
২০০০ সালে ২৮ ডিসেম্বর এই মহান শিক্ষক মৃত্যুবরণ করেন।
টি আলী স্যার স্মারক গ্রন্থের দ্বিতীয় সংস্করণে এখনো যারা লেখা দেননি, তাদের লেখা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
যোগাযোগ : বেলাল হোসেন
ফোন : ০১৯১১৭৫০৫১৭ ও ০১১৯৪৪৪৪০৩৫।
ই-মেইল: belal-granthakit@hotmail.com
বাংলাদেশ স্থানীয় সময় ২০৪০, মে ২, ২০১১