ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

নালা পাড়ি দিতে ‍উড়োজাহাজ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ৩, ২০১৫
নালা পাড়ি দিতে ‍উড়োজাহাজ!

ঢাকা: আচ্ছা বলুন তো, বিশ্বের সবচেয়ে কম সময়ের ফ্লাইট কোনটি! একেবারে সঠিক উত্তর দিতে না পারলেও হয়তো আন্দাজ করে বলবেন, পাঁচ মিনিট বা ১০ মিনিট।

আপনার অবগতির জন্য জানাই, আন্দাজও ভুল।

তাহলে! না, চার-তিন-দুই কোনোটাই নয়, স্রেফ এক মিনিট!

‍হাওয়া ভালো থাকলে মাত্র ৪৭ সেকেন্ডেও হয়ে যেতে পারে। আর ওঠানামার জন্য আলাদা করে মিনিট দুয়েক ধরে রাখতে পারেন।

কি বিশ্বাস হচ্ছে না! কিচ্ছু করার নেই, জোর করে হলেও মানতে হবে কারণ, স্কটল্যান্ডের অর্কনে দ্বীপের ওয়েস্টট্রে বিমানবন্দর থেকে পাপা ওয়েস্টট্রে বিমানবন্দরের দূরত্ব মাত্র দুই দশমিক আট কিলোমিটার। মাঝখানে এক চিলতে খাল। এই এক চিলতে খালের জন্যই এতকিছু! তাও উড়োজাহাজের হিসাবে সেটাকে খাল না বলে নালা বলাই ভালো।

১৯৬৭ সাল থেকে বাণিজ্যিকভাবে এ আন্তঃদ্বীপ ফ্লাইটটি চালু হয়। প্রতি ফ্লাইটে মাত্র আট জন যাত্রী এ বিশেষ ভ্রমণ সুবিধা পাবেন। তবে স্কটিশ এয়ারলাইন বর্তমানে মানুষের পাশাপাশি মালামাল বহনের সেবাও দিচ্ছে। তো এই খাল পেরোতে উড়োজাহাজ ভ্রমণে যাবেন নাকি! 



বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।