ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

উইপোকায় খেলো দরিদ্র প্রবীণ-প্রবীণার স্বপ্ন!

জুলফিকার আলী কানন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, মে ৬, ২০১১
উইপোকায় খেলো দরিদ্র প্রবীণ-প্রবীণার স্বপ্ন!

মেহেরপুর: কখনো এক বেলা কখনো-বা আধাবেলা খেয়ে ৪ বছর যাবৎ তিল তিল করে গোছানো ৪ হাজার টাকা হারিয়ে বৃদ্ধ রহিম বকস (৭৮) ও তার স্ত্রী করিমন নেছা (৬০) এখন পাগল প্রায়।

তারা দুজনেই টাকা হারানোর শোকে দিশেহারা হয়ে পড়েছেন।



ঘরে বাঁশের খুঁটি কেটে গর্ত করে তার ভেতরে তিল তিল করে ৪ হাজার টাকা জমিয়েছিলেন তারা। শুক্রবার সকালে বাঁশের খুঁটি কেটে দেখেন উইপোকা টাকাগুলো কেটে ফেলেছে। কাটা টাকা দেখে বৃদ্ধ রহিম বকস ও তার স্ত্রী করিমন নেছা কান্নায় ভেঙে পড়েন।

জেলার গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বৃদ্ধ রহিম বকসের ৩ ছেলে তাদের সংসার নিয়ে আলাদা থাকেন। আয়ের আর কোনো পথ না-থাকায় বাঁশের কঞ্চি কেটে ঝুড়ি বানিয়ে কোনোরকমে জীবন চালাচ্ছিলেন এ দুজন।

তাদের আয়ের কিছু অংশ তারা বাঁশের খুঁটি কেটে জামিয়ে রাখতেন নিজেদের বাকি জীবনের জন্য।

শুক্রবার সকালে টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় খুঁটিটি কেটে দেখেন, উইপোকা সব টাকাই কেটে টুকরো টুকরো করে ফেলেছে।

বৃদ্ধ রহিম বকস কান্নায় ভেঙে পড়ে জানান, ‘আমার আর কোনো পথ নেই। আমি এখন কী নিয়ে বাঁচবো ভেবে পাচ্ছিনা। ’

বৃদ্ধা করিমন নেছা জানান, ‘আমার ছেলেরা আমাদের খেতে দেয় না। আমার দুইটা মেয়ে ছিল। আল্লাহ তা-ও কেড়ে নিয়েছেন। আমি মেয়ে দুটোকে হারিয়ে যেভাবে কষ্ট পেয়েছি, আজ আমার জমানো টাকাগুলো হারিয়ে নতুন করে সেই শোক পেলাম!’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ০৬, ১০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।