বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে ফিরে: তিন হাজার ৪০০ একর আয়তন বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের দর্শনার্থীদের দেখার মতো রয়েছে অনেককিছু। মনোরম আরণ্যক পরিবেশে রেস্তোরাঁয় খাবার খেতে খেতে দেখা যাবে হাত কয়েক দূরে বাঘ ও সিংহ।
খাবার টেবিলের পাশে স্বচ্ছ কাচের ওপাশেই আরণ্যক পরিবেশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বাঘ-সিংহ।
শনিবার মানিকগঞ্জের সিংগাইড় উপজেলা থেকে সপরিবারে সাফারি পার্কে এসেছিলেন কবিরুল হক ও তানিয়া হক দম্পতি। সঙ্গে নিয়ে এসেছেন ছেলে সাফায়েত হক ও মেয়ে তনিমা হককে।
রেস্তোরাঁয় খাবার টেবিলে বসে খেতে খেতে চোখ জুড়িয়ে তারা দেখলেন বাঘ-সিংহের অবাধ বিচরণ।
এই প্রসঙ্গে কবিরুল হক বাংলানিউজকে বলেন, ‘এর আগে ঢাকা চিড়িয়াখানায় খাঁচার মধ্যে বাঘ দেখেছি। কিন্তু খাবার খেতে খেতে বাঘের ঘুরে বেড়ানোর দৃশ্য দেখার সৌভাগ্য কোনো দিন হয়নি। ভিন্ন এক অভিজ্ঞতা দারুণ উপভোগ করছি। ’
তবে এখানে এসে হঠকারী কিছু করা থেকে বিরত থাকতে হবে দর্শনার্থীদের। কারণ বাঘ-সিংহ খুবই হিংস্র প্রাণি। কিছুদিন আগে অংকন (২৬) নামের এক যুবক দুষ্টুমি করতে গিয়ে বাঘের আক্রমণে নিজের একটি হাত হারিয়ে বড় খেসারত দিয়েছেন।
রেস্তোরাঁর পাশের বাউন্ডারি ওয়ালের উপরে উঠে নেটের ফাঁক দিয়ে হাত গলিয়ে দিয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকেন তিনি। এ সময় বাউন্ডারি ওয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অতর্কিতে অংকনের বাঁ হাত কামড়ে ধরে। অন্য দর্শনার্থীরা ছুটে গিয়ে তাকে টেনে ধরলে এক পর্যায়ে তার বাঁ হাতটি কনুই থেকে ছিঁড়ে নিয়ে চলে যায় বাঘ।
এই প্রসঙ্গে এখানকার কর্মকর্তা কৃষ্ণ কমল মজুমদার বাংলানিউজকে বলেন, ‘এই রেস্তোরাঁয় খেতে বসলে বাঘের বিচরণ দেখা যাবে। তবে দর্শনার্থীরা যেন অতিরিক্ত কিছু না করে বসেন। সবাইকে অবশ্যই ডেঞ্জার জোন থেকে দূরে থাকতে হবে। এর আগে আমরা দেখেছি রেস্তোরাঁর পাশে বাউন্ডারি ওয়ালের উপরে উঠে নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে এক দর্শনার্থী ডাকছিলেন। এজন্য তাকে তার হাত হারিয়ে বড় খেসারত দিতে হয়েছে। এছাড়া আরেক দর্শনার্থী বাঘের সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন। এজন্য অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে। সাফারি পার্কে এসে আমরা সবাই যেন নিয়ম-কানন মেনে চলি। ’
সাফারি পার্কে মোট ১১টি বাঘ ও ১৩টি সিংহ উন্মুক্ত অবস্থায় রয়েছে। বাঘ ও সিংহের বেষ্টনীতে বাস ও জিপে চড়েও পর্যটকগণ প্রাকৃতিক পরিবেশে এদের বিচরণ দেখতে পারেন। এজন্য প্রত্যেক দর্শনার্থীকে জনপ্রতি ১০০ টাকা গুনতে হবে।
বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
সম্পাদনা: জেএম