ঢাকা: ডিম দিয়ে ওমলেট বানানোর পর আজ থেকে আর ডিমের খোসা ময়লার ঝুড়িতে ফেলে দেবেন না। ভাবছেন একথা বলছি কেন? কারণ অপ্রয়োজনীয় এই জিনিসটি কাজে লাগাতে পারলে সেটা ময়লার ঝুড়িতে না গিয়ে যেতে পারে ঘরের ড্রইংরুম।
এখন থেকে ডিম ভাঙার সময় মাঝখান থেকে না ভেঙে লম্বালম্বি যেকোনো এক পাশের ওপর ছিদ্র করুন। ডিম বের করে খোসা সংরক্ষণ করুন। এরপর কী করবেন? জানতে হলে ঝটপট দেখে নিন।
গ্যালাক্সি এগ
গ্যালাক্সি এগ বানাতে প্রথমে ডিমের ওপর সাদা রং করুন। যদি ডিমের খোসা সাদা হয় তাহলে অার সাদা রং করার প্রয়োজন নেই। এরপর কালো রং লাগান। এবার ছায়াপথের মতোই নীল, বেগুনি, কমলা রঙের ছোপ দিন। শুকিয়ে এলে ব্রাশে সাদা রং নিয়ে আঙুলের সাহায্যে ডিমের ওপর রং ছড়িয়ে দিন। হয়ে গেলো গ্যালাক্সি এগ।
প্রিন্টেড এগ
অাপনার আলমারিতে যদি পুরোনো টাই বা সিনেথেটিক স্কার্ফ অযথাই জায়গা দখল করে রাখে তাহলে সেগুলো কাজে লাগান। পুরোনো টাই বা স্কার্ফ মাপমতো কেটে নিন। এবার ডিমের খোসাগুলো কাটা কাপড় দিয়ে পেঁচিয়ে ভিনেগার জলে সিদ্ধ করুন। এরপর? বাহারি ছাপার ডিমগুলোকে সাজান ইচ্ছেমতো।
এগশেল কার্ভিং
কাজটা শক্ত হলেও যদি ধৈর্য্য ধরে করতে পারেন তবেই সার্থকতা। ডিমের খোসায় খোদাই করুন পছন্দের ডিজাইন। এরপর ভেতরে রঙিন বাতি রেখেই দেখুন কী হয়!
ফুল-পাতার ছাপ
ডিমের খোসার ওপর শুকনো ফুল ও পাতা গাম দিয়ে লাগান। এবার পাতলা নেটের ব্যাগ মাপমতো কেটে ডিমটি শক্ত করে মুড়িয়ে নিন। হাড়িতে পেঁয়াজের খোসাসহ ডিমগুলো সেদ্ধ করুন। এক পর্যায়ে গাম দিয়ে লাগানো ফুল-পাতা ডিমের খোসার সঙ্গে এঁটে যাবে। এবার পানি থেকে তুলে নেটের ব্যাগ খুলে ফেলুন। দেখুন চমক!
শ্যাওলা ডিম
জানালায় বা ছাদের দেয়ালে অনেকসময় শ্যাওলা জমে। ছুরি দিয়ে এসব শ্যাওলা কেটে নিন। এবার ডিমের খোসায় গাম স্প্রে করে শ্যাওলা লাগিয়ে নিন। এবার ডেকোরেশন করতে পারেন পছন্দমতো।
ড্রাগন এগ
জামায় ব্যবহৃত মেটালিক চুমকি বা ডলার ডিমের খোসায় গাম দিয়ে লাগান। এবার মুরগির ডিমকে বদলে দিন ড্রাগনের ডিমে!
মোজাইক এগ
প্রথমে একটি ডিমের খোসা পছন্দমতো রং করুন। শুকিয়ে এলে ভেঙে ছোট ছোট টুকরো করুন। এবার অন্য ডিমের খোসার ওপর টুকরো খোসাগুলো গাম দিয়ে লাগান। লাগানোর সময় একটি টুকরো থেকে অন্য টুকরোর মধ্যে কিছু গ্যাপ রাখুন। হয়ে গেলো মোজাইক এগ!
মিনিয়ন এগ
ডিমের অর্ধেক নীল ও অর্ধেক হলুদ রং করে নিন। এবার ডল’স আই লাগিয়ে ঠোঁট এঁকে নিন। এবার আপনার সংগ্রহে পছন্দের মিনিয়নের সংখ্যা থাকবে আপনার যতো খুশি ততই।
মেটালিক এগ
মেটালিক এগ বানানো খুবই সহজ। ডিমের ওপর সোনালি ও সিলভার রং স্প্রে করুন। এবার পছন্দসই পাত্রে সাজিয়ে রাখুন।
পুঁথির ডিম
ডিমের ওপর গাম স্প্রে করে সেটিকে রং-বেরঙের পুঁথিতে ওলট-পালট করে নিন। ভালোভাবে পুরো খোসায় পুঁথি লেগে গেলে শুকিয়ে নিন।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এএ