ঢাকা: উচ্চ শিক্ষার মান উন্নয়ন প্রকল্প‘র (হেকেপ)একটি উপ-প্রকল্প জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উচ্চতর পাঠদান ও শিক্ষণ প্রকল্প সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে।
এছাড়াও মনোবিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের নবীনবরন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীন মনোবিজ্ঞান বিভাগ ও হেকেপের যৌথ উদ্যোগে এ প্রকল্প উদ্বোধন করা হয়।
মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড: হাসনা হেনা বেগম, রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারা বেগম প্রমুখ।
হেকেপের প্রকল্পটি উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক ও বিশ্ববিদ্যালয় প্রক্টর ড: অশোক কুমার সাহা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উল্লেখ্য, এক কোটি টাকার এ প্রকল্পটি শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উন্নয়নে ব্যয় করা হবে।
ডিজিটাল কম্পিউটার ল্যাব ও ডিজিটাল লাইব্রেরির স্থাপনসহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ এ প্রকল্পের অধীনে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘন্টা, মে ১৬, ২০১১