ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

জাবিতে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, মে ১৯, ২০১১
জাবিতে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

জাবি: ‘প্রযুক্তির উৎকর্ষতায়, সুস্থ বিনোদন সাথী হোক তারুণ্যের পথচলায়’ এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সবকটি বিভাগকে নিয়ে শুরু হয়েছে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে শুরু হয় এক আনন্দ শোভাযাত্রা।

শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান।

শোভাযাত্রা শেষে শুরু হয় প্রতিযোগিতার প্রথম পর্বের বিতর্ক অনুষ্ঠান।

ইন্টারনেট ভিত্তিক বিনোদনের সহজ লভ্যতায় পর্ণোগ্রাফীর মতো অসামাজিক ও অসুস্থ সাংস্কৃতিক উপাদানের ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে সচেতন করতে আয়োজন করা হয়েছে এ প্রতিযোগিতা। সুশাসন মানবাধিকার ভিত্তিক সংগঠন ‘মানুষের জন্য ফাউন্ডেশনে’র সহায়তায় আয়োজিত এ বিতর্কে বিশ্ববিদ্যালয়ের ৩২ টি বিভাগ অংশগ্রহণ করছে।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: ফরহাদ হোসেন। সে সময় ‘অসুস্থ সংস্কৃতির বিকাশ রোধে রাষ্ট্রের চেয়ে জনগণের ভুমিকাই মুখ্য’ শীর্ষক বিষয়ের উপর এক প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে অর্গানাইজেশনের শরিফা শবনম তানিয়া, ইরতেজা আহমেদ, খায়রুল আনাম সামির, জাকারিয়া পলাশ, ইজাজুর রহমান সৌমিক ও সাখাওয়াত জামিল সৈকত বিতর্ক করেন।

আগামী ২১ মে ২০১১ ইং এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত  হবে।

বাংলাদেশ সময় ২০৩০, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।