ঘটনা
১৫৪৫ সালে আফগান সম্রাট শের শাহ নিহত হন।
১৮৯৭ সালে টেমস নদীর তলদেশে ব্ল্যাকওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯২৭ সালে চীনের নানশানে প্রচন্ড ভূমিকম্পে দুই লক্ষ লোকের মৃত্যু।
১৯৭২ সালে সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৯১ সালে স্বাধীনতা সংগ্রামী ও কমউনিস্ট বিপ্লবী এস.এ. ডাঙ্গের মৃত্যু।
ব্যক্তি
১৭৭২ সালে বাংলার নবজাগরণের অগ্রদূত রামমোহন রায়ের জন্ম।
১৮৫৯ সারে ব্রিটিশ রহস্য-উপন্যাস লেখক আর্থার কোনান ডয়েলের জন্ম।
১৯৬৭ সালে মার্কিন কবি ল্যাংস্টন হিউজের মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ০০১০, মে ২২, রোববার ২০১১