ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

১৫ হাজার বারবি জমিয়ে গিনেজ রেকর্ড

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
১৫ হাজার বারবি জমিয়ে গিনেজ রেকর্ড

ঢাকা: শিশু-নারী মাত্রই প্রিয় বারবি পুতুল। অনেকের সংগ্রহে রয়েছে সুন্দর এ পুতুলটি।

বেটিনা ডর্ফম্যান তাদেরই একজন।   কিন্তু একটি-দুটি নয়, তার সংগ্রহে রয়েছে ১৫ হাজার ভিন্ন ভিন্ন বারবি। আর এই সুবাদে জায়গা করে নিয়েছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

বেটিনা প্রথম বারবি পুতুল হাতে পান ১৯৬৬ সালে। তখন তার বয়স পাঁচ বছর। তবে ১৯৯৩ সাল থেকে তিনি পুতুল সংগ্রহ করতে শুরু করেন।


২০১১ সালে বেটিনার সংগ্রহে বারবি পুতুলের সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার। সে বছরই সবচেয়ে বেশি বারবি সংগ্রহের জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তার।


বেটিনার সংগ্রহে পুরোনো ও শুরুর দিকে বাজারে আসা বিরল বারবিও রয়েছে। তবে এর মধ্যে বেশ কিছু বারবি ত‍াকে মেরামত করতে হয়েছে। পুতুলের ভাঙা পা, জট পাকানো চুল ও ক্ষতিগ্রস্ত অঙ্গ-প্রত্যঙ্গ লাগিয়েছেন তিনি।
 

ডর্ফম্যানের বাড়ির একটি আলাদা ঘর, স্টোর রুম ও রান্নাঘরের একটি অংশ দখল করে রয়েছে বারবিগুলো। তার বন্ধু ও পরিবারের সবাই তাকে পুতুল সংগ্রহে সাহায্য করেছে।


ম্যাটেল কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এক লাখ বারবি পুতুল সংগ্রহকারী রয়েছে। তবে সংগ্রহের দিক থেকে বেটিনাই সবচেয়ে এগিয়ে।
 
বেটিনার সংগ্রহে থাকা বারবিগুলোর মূল্য দুই লাখ ব্রিটিশ পাউন্ড। যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।

১৯৫৯ সালের ৯ মার্চ নিউ ইয়র্কে আমেরিকান ইন্টারন্যাশনাল টয় ফেয়ারে প্রথম বারবি পুতুল দেখা যায়। আমেরিকার মাল্টিন্যাশনাল খেলনা প্রস্তুতকারক কোম্পানি ‘ম্যাটেল’ ১৯৫৯ সালে  প্রথম বারবি পুতুল বাজারে আনে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।