ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ভিন্ন মাত্রার ‘ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন’-১

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
ভিন্ন মাত্রার ‘ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন’-১

ঢাকা: গাছের পাতা হোক বা ফুল। চকলেট, পাস্তা বা স্প্যাগেডি।

হেডফোন আর স্ক্রই বা বাদ যাবে কেন। গল্প লুকিয়ে রয়েছে সবকিছুর মধ্যেই। এই প্রতিটি জিনিস স্বকীয়তা ছাড়াও প্রকাশ করে ভিন্ন অর্থ। শুধু তা খুঁজে নেওয়ার শৈল্পিক দৃষ্টি থাকা চাই।

চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব ছোট ছোট উপকরণ দিয়ে গত এক বছরে বেশকিছু ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন তৈরি করেছেন ক্রিস্টিয়ান মেনজা।

চেক প্রজাতন্ত্রের ১৭ বছর বয়সী এ শিল্পী বলেন, সারা বছর ধরে এসব ছবির মাধ্যমে আমি উপলব্ধি করেছি, আমাদের চারপাশের ছোট ছোট এ উপকরণগুলো কতো গুরুত্বপূর্ণ আর অর্থবহ।

আমাদের এবারের ধারবাহিক আয়োজন এসব উপকরণে তৈরি ক্রিস্টিয়ান মেনজার সেরা ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশনগুলো নিয়ে। যে ছবিগুলো ভাবনার জগতকে নিয়ে যাবে আরও এক ধাপ এগিয়ে। প্রথম পর্বের ছবিগুলো দেখে নেব।

কমলা

সভ্য-ভদ্র এক কচ্ছপ। ভেসে বেড়াচ্ছে জলে। জল নেই তবুও ধরে নিই সে জলেই ভাসছে। কমলারঙা মিষ্টি কচ্ছপ! মিষ্টি তো হতেই হবে। সে যে অর্ধেক ফালি কমলা দিয়েই তৈরি।

গোলাপ

মেঘলা আকাশ। সবুজ প্রান্তরে লাল গাউন পরা কে এই সুন্দরী! এ যে মেরিলিন মনরো! দূর পাহাড়ের ওপার থেকে ধেয়ে আসা দমকা হাওয়া সামলে নিতেই বুঝি চোখ বুজলেন তিনি!

জ্যাক ক্যাবল

এবার কি তবে জ্যাক ক্যাবল দিয়ে দাঁত স্কেলিং করতে বসলেন ছবির এই ভদ্রলোক!

বোতল ওপেনার

প্রযুক্তির এ যুগে মানুষ যদি যন্ত্রমানব হয়, তবে পাখিরাও তো যন্ত্রপাখি! বোতল ওপেনার দিয়ে তৈরি পাখি।

পাস্তা

পেন্সিলে আঁকা স্টিমবোট ভেসে চলেছে মাঝ সমুদ্রে। পাস্তা দিয়ে তৈরি নল দিয়ে কি বের হবে ধূসর ধোঁয়া!

জুতো

সাদা কাগজে লাল-কালো তুলির আঁচড় কেটে লাল জুতো জুড়ে দিতেই হয়ে গেলো স্পাইডারম্যানের মুখোশ।

গ্ল্যাডিওলাস

গ্রামোফোনটাই যদি হয় গ্ল্যাডিওলাস ফুলের, তবে তো গানের সঙ্গে ফুলের সুবাস ছড়াবেই, তাই না!

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।