ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

হাঙ্গরের লাফ দেখেই ভয়ে কাঠ...

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
হাঙ্গরের লাফ দেখেই ভয়ে কাঠ...

জগতে সাহসী পুরুষদের নিয়ে কতো গল্পগাথাই না আছে! তবে এবার শোনাই এক অস্ট্রেলীয় টিভি উপস্থাপকের কথা। নিজেকে ভীতুর ডিম বলে প্রমাণ করে দুনিয়াজোড়া সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে গেছেন তিনি।



ওই দেশের চ্যানেল নাইন টিভির অ্যাঙ্কর কার্ল স্তেফানোভিচ। সমুদ্রতলের প্রাণিদের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রের ফুটেজ প্রচারের সময় তিনি যে কাণ্ড করলেন তাতে তাকে ভীতুর ডিম বলাই সঙ্গত। ওই ফুটেছে সাড়ে চার মিটার লম্বা একটি শিকারী হাঙ্গরকে (গ্রেট হোয়াইট শার্ক) দেখানো হচ্ছিল। ছবিতে স্তেফানোভিচ অতিকায় হাঙ্গরটিকে জল থেকে অনেক উঁচুতে লাফিয়ে উঠতে দেখেই ভয়ে কাঠ! সহকর্মী অন্য উপস্থাপককে অবাক করে দিয়ে হঠাৎই স্তেফানোভিচের জবান বন্ধ হয়ে যায়।

ক্যাঙারু, কুমীর আর হাঙ্গরের দেশ বলে পরিচিত অস্ট্রেলিয়া। সেই দেশের নাগরিক হয়েও হাঙ্গরের সামান্য একটা লাফের ভিডিও দেখেই স্তেফানোভিচের এমন থরহরিকম্প হবে, এমনটি ঘুনাক্ষরেও ভাবেননি তার সহকমীরা।

তো স্তেফানোভিচের কিছুটা ধাতস্থ করতে এক সহকর্মী তার আচরণকে নকল করে ব্যঙ্গ করতে শুরু করেন। তাতেও তার ভয় আর কাটেই না! উল্টো তিনি ভুলভাল বকতে শুরু করেন। এখানেই শেষ নয়। তিনি দর্শকদের বারণ করেন সমুদ্রে নামতে। দর্শকদের প্রতি তার পরামর্শটি এমন:
ভুলেও সমুদ্রে নামতে যাবেন না। তারচে’ বরং নামুন গিয়ে কাছেপিঠের কোনো সুইমিং পুলে। সেখানেই বরং নিরাপদ আপনি —এজাতীয় উপদেশামৃত : "Just go to the local pool ... like that little cage is gonna help ya."

আর তিনি এ-ও জানাতে ভোলেননি, নিজে তিনি আর কখনোই (সমুদ্রের) জলে নামবেন না:‘ "...never go back in the water".

তার এহেন আচরণ তার সংস্থাকেও ফেলেছে বড় লজ্জায়। তার মতো ভীত স্বভাবের লোক দুনিয়াজোড়া তাদের ভাবমূর্তিকেই ফেলে দিয়েছে গাড্ডায়। তিনি আমাদের মনে করিয়ে দিলেন ছোটবেলায় পড়া সেই ছড়া-কবিতার কথা। যেখানে আমড়াগাছের এক মৌচাক থেকে ছুটে আসা মৌমাছিদের কামড়ে নাজেহাল এক মধুলোভী শেয়াল বলেছিল:
‘‘পথ ভুলে ভাই এসেছিলাম আমড়াগাছের কাছে
তাই না হলে হেথায় আসে এমন গাধাও আছে!’’

তিনি কেন যে টিভি উপস্থাপনায় এসেছিলেন! তাছাড়া হাঙ্গরের কামড় না খেয়েই ‘জলে নামবো আর’ বলে তিনি কিনা পণ করে বসলেন। সমুদ্রতীরের কাছে চোখের সামনে হাঙ্গরকে লাফাতে দেখলে যে তিনি কী করতেন আল্লা মালুম।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।