ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

লস এঞ্জেলেস শহর প্রতিষ্ঠা, অজিত রায়ের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
লস এঞ্জেলেস শহর প্রতিষ্ঠা, অজিত রায়ের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার। ২০ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৮১ - ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলেস শহর প্রতিষ্ঠা পায়।  
•    ১৮৭০ - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
•    ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান সৈন্যবাহিনী ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।

জন্ম
•    ১৮৪৬ - মার্কিন স্থপতি ড্যানিয়েল বার্নহাম।
•    ১৯০৬- জার্মান জীব বিজ্ঞানী ম্যাক্স ডেলব্রুক।

মৃত্যু
•    ২০০৬ – অস্ট্রেলিয়ার বন্যপ্রাণি বিশেষজ্ঞ ও সংরক্ষক এবং টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইন।
•    ২০১১- বরেণ্য সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক অজিত রায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।