ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডার জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডার জন্মদিন ছবি: সংগৃহীত

ঢাকা: সোমবার (২১ সেপ্টেম্বর) ছিলো বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডার জন্মদিন। দক্ষিণ-পশ্চিম চীনের চেংদুতে পালিত হয়েছে এ জন্মদিনের অনুষ্ঠান।


প্যান প্যান নামের এ পান্ডাটি এবার পা রেখেছে বয়স ৩০-এর কোঠায়।


চেংদু ভিত্তিক চীনা জায়ান্ট পান্ডা প্রোটেকশন অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজিত জন্মদিনে প্যান প্যানের সামনে রাখা হয় তিন স্তর বিশিষ্ট বরফের কেক।

স্বচ্ছ কেকের চারপাশে গাজরের টুকরো দিয়ে ড্রেসিং করা ছিলো। সবচেয়ে বয়স্ক পান্ডার জন্মদিনে বিশ্বের বিভিন্ন স্থান থেকে পান্ডা ভক্তরা এসেছিলেন স্বাগত জানাতে।


প্যান প্যান পৃথিবীর এক চতুর্থাংশ পান্ডার মধ্যে সবচেয়ে বয়সী। তাই তাকে ‘হিরো ড্যাড’ বলে সম্বোধন করা হয়।

রেকর্ড অনুযায়ী, প্যান প্যানের জন্ম ১৯৮৫ সালে দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ানের বোয়াক্সিং প্রদেশের জঙ্গলে। পরে এই রিসার্চ সেন্টারটি তাকে তাকে উদ্ধার করে ও আশ্রয় দেয়।


প্যান প্যান বর্তমানে একশো ৩০টি পান্ডা শাবকের বাবা। যাদের সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় ২০ বছরের মতো।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।