ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

রাতারাতি ক্রোড়পতি!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
রাতারাতি ক্রোড়পতি!

কপালে থাকলে কী না হয়! কপাল জোরে কখন যে গরিবের ভাগ্য বদলে যায় আর কপাল খারাপ হলে ধনীও হয়ে যায় নির্ধন। ‘আজ রাজা কাল ফকির’ কথাটা যেমন সত্যি, তেম্নি সত্যি উল্টোটাও।

সেটাই ঘটেছে এক ব্রিটিশ সেনার বেলায়। কপালের জোরে তিনি রাতারাতি বনে গেছেন ক্রোড়পতি। লটারিতে ১ কোটি ৩২ লাখ পাউণ্ড জিতে তিনি রাতারাতি ধনকুবের এখন। ২৬ বছর বয়সী এই ব্রিটিশ সেনার নাম জন হেউড। বাড়ি ইংল্যাণ্ডের চেশায়ারে। আফগানিস্তানে যুদ্ধ করেছেন। কোটিপতি বনে যাবার পর স্বাভাবিকভাবেই সেই আনন্দ উদযাপনও করলেন ঘটা করে, শ্যাম্পেনের জোয়ার বইয়ে। অনলাইনে ক্যাসিনো গেম খেলে ভাগ্য খুলেছে তার।

অথচ হেউডের ভাগ্যটা এই সেদিনও কতো না খারাপ ছিল। পুরো একটা বছর নানা ঝড় বয়ে গেছে ওর মনের ওপর। এই এক বছরে তিনি তার দাদাকে হারিয়েছেন। টাকার অভাবে তার বাবার অপারেশন পর্যন্ত হচ্ছিল না। তবু তার প্রতিজ্ঞা ছিল যেভাবেই হোক বাবার জন্য ‘সম্ভাব্য সেরা চিকিৎসা’র ব্যবস্থা তিনি করবেনই করবেন। কিন্তু কিভাবে করবেন জানা ছিল না। বলা বাহুল্য তার বাবা হার্ট ও লাং ট্রান্সপ্ল্যান্টের জন্য অপেক্ষমান ছিলেন এতোদিন ধরে। এবার পড়ে-পাওয়া ভাগ্যের গুণে সে ব্যবস্থাও হয়ে গেল।

এরই মধ্যে দামি গাড়িসহ নানা দামি দামি জিনিস কেনার ধুম লাগিয়ে দিয়েছেন হেউড। দেবেনই বা না কেন? টাকা তো আর সামান্য নয়, ১৩,২১৩,৮৩৮.৬৮ পাউন্ড বলে কথা।
 
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, "আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এতো-এতো টাকার দান মেরেছি আমি। এটা খুবই দারুণ ব্যাপার। এখন সবার আগে আমি আমার বাবার সেরা চিকিসার ব্যবস্থা করবো। আর সব কিছুর চেয়ে এটাই সবচে গুরুত্বপূর্ণ কাজ। সবার আগে হলো পরিবার। ’’ বাবার পেছনে দরকার হলে সব টাকা ঢালবেন তিনি। যাতে করে তিনি আবার তার সুস্বাস্থ্য ফিরে পান।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
জেএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।