ঢাকা: কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও? কাজী নজরুলের খুকি ও কাঠবিড়ালি কবিতায় কাঠবিড়ালিকে খুকির প্রশ্ন ছিলো এমন।
যুগ বদলেছে বটে, এখনকার কাঠবিড়ালি শুধু পেয়ারা না, পিজ্জাও খায়।
এক কাঠবিড়ালি পুরু এক টুকরো পিজ্জা মুখে নিয়ে দিলো ভোঁ দৌড়। না, এ পিজ্জার ভাগ হবে না কারও সঙ্গেই।
লাফিয়ে লাফিয়ে চড়ে বসলো গাছের মগডালে। এবার সুস্বাদু পিজ্জা চেখে দেখার পালা।
কলোরাডোর লেকউড থেকে পিজ্জাপ্রেমী এ কাঠবিড়ালির ছবি তুলেছেন স্যামুয়েল ওয়াল্টার নামের এক ভদ্রলোক।
সোমবার (১২ অক্টোবর) নিজ বাড়ির বাইরে এ ঘটনা ঘটেছে বলে জানান স্যামুয়েল।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএমএন/এএ