ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফিচার

রয়েল বেঙ্গল টাইগারের জলকেলি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৮, অক্টোবর ২৭, ২০১৫
রয়েল বেঙ্গল টাইগারের জলকেলি

ঢাকা: বাঘের থাবার নাগালে বসে ছবি তোলা সহজ কথা নয়। এর জন্য বুকের পাটা আর সাহস দরকার।

কিন্তু ইন্দোনেশিয়ার এক আলোকাচিত্রী দেখিয়েছেন সেই সাহস। তুলেছেন জলমগ্ন বাঘের কিছু তুলনাহীন ছবি।

ফাহমি ভস নামের ৪১ বছর বয়সী এ আলোকচিত্রী মাত্র এক হাত দূরত্ব থেকে ফ্রেমবন্দি করেছেন বেঙ্গল টাইগার সিনারকে। সিনারের তখন খাবার সময়। ভোজের ফাঁকে ফাঁকে জলের ভেতর ডুব সাঁতার বা কখনও হাত-পা ছড়িয়ে জলে ঝংকার তুলছিলো সে।

এই তো ছবি তোলার মোক্ষম সময়। জাকার্তার রেগুনান চিড়িয়াখানা থেকে ছবিগুলো তোলা হয়েছে।

রয়েল বেঙ্গল টাইগার বাঘের মধ্যে সবচেয়ে বড়, শক্তি ও ক্ষমতাধর প্রজাতি। যখন তারা হুংকার দেয় তখন দুই মাইল দূর থেকে তাদের গর্জন শোনা যায়।

ক্যামেরা দেখে সিনার খুব একটা খুশি হয়নি। তাই থাবা দিতেই বুঝি জল থেকে এক পা তুললো সে।

কাছে গিয়ে ছবি তুলতেই সিনার থাবা বসিয়ে ছিনিয়ে নিতে চাইলো ফাহমির ক্যামেরা। আর একটু হলে পানিতে পড়ে যেতো ক্যামেরাটি। জানান ফাহমি।

রেগুনান চিড়িয়াখানার পুলে আনন্দে সাঁতার কাটছিলো সিনার।

বেঙ্গল টাইগারের বসতি মূলত ভারত-বাংলাদেশে। কিন্তু বর্তমানে বসতি নির্মূল ও শিকারিদের কবলে পড়ে তারা প্রায় বিপন্ন হতে চলেছে।

জলে ঝাঁপ দিতে উদ্যত সিনার।

তেষ্টায় জলপান।

বিংশ শতাব্দীতে তিন উপ-প্রজাতির বাঘ বিলুপ্তি হয়েছে। ধারণা অনুযায়ী, বর্তমানে সারা পৃথিবীতে মাত্র দুই হাজার পাঁচশো বাঘ রয়েছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।