ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

আহ্ কী সুবাস!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আহ্ কী সুবাস!

ঢাকা: ফুল কে না ভালোবাসে! মানুষ তো বটেই, ফুলের মনোরম সুবাস আর সৌন্দর্য নজর কাড়ে সব প্রাণী আর কীটপতঙ্গেরও। বিড়াল থেকে শুরু করে গিরগিটি পর্যন্ত সবাই নাক উঁচিয়ে ফুলের সুবাস নেয়।

প্রশান্তিতে চোখ বন্ধও হয়ে যায় কারও কারও।

ফুলের সুগন্ধ নেওয়া কয়েকটি প্রাণীর দারুণ কিছু ছবি নিয়ে এবারের আয়োজন।


শিয়াল মামার মন মেতেছে ফুলের গন্ধে। ফুলটাকে উল্টো করে দেখুন, শিয়ালের মুখের মতোই লাগছে। তাই নয় কি?


বাগানে আনমনে ঘুরতে ঘুরতে, আরে একি, এতো সুন্দর ফুল! বাহ্ কী সুবাস!


বিশালদেহী বাঘও মাথা নুইয়ে শুকতে থাকলো একরত্তি ঘাসফুল।


ফুলের শুভ্র সুগন্ধে মনে পড়ে যায় প্রিয় কোনো স্মৃতি।


দুরন্ত রেকুনও শান্ত হলো বাসন্তী কুসুম গন্ধে।


নিশিপক্ষী পেঁচার মন মজেছে নীলচে ফুল বাগানে।


মন ভালো নেই কুকুরটির। ফুলকলি যদি মন ভালো করে দেয়।


তাহারাও ফুল ভালোবাসে? তাহাদেরও মন ভরে ফুলের গন্ধে!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।