ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
০২ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার। ২০ মাঘ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৮১৪ - কলকাতায় ভারতীয় জাদুঘর (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
• ১৮৫৩ - শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন।
• ১৮৬২ - শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
জন্ম
• ১৯৩৬ - বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র অভিনেত্রী সুমিতা দেবী। বর্তমান বাংলাদেশের (তৎকালীন ব্রিটিশ ভারত) মানিকগঞ্জ জেলায় তার জন্ম। প্রকৃত নাম হেনা ভট্টাচার্য। চলচ্চিত্রকার ফতেহ লোহানী ‘আসিয়া’ ছবিতে হেনা নাম পাল্টে সুমিতা দেবী রাখেন। ধর্মান্তরিত হয়ে তার নতুন নামকরণ হয় নিলুফার বেগম। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও লেখক জহির রায়হান ছিলেন তার স্বামী।
• ১৯৩৯ - বাংলাদেশের প্রখ্যাত গল্পকার ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ষাটের দশকের এই কথাসাহিত্যিক তার সাবলীল গদ্য ও মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকথা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন ১৯৭০ সালে। ১৯৯৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
মৃত্যু
• ২০০৬ - বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী। তিনি রাষ্ট্রপতি এরশাদের আমলে ১৯৮৬ সালের জুলাই ০৯ থেকে ১৯৮৮ সালের ২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএমএন/এসএস