ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

অবহেলিত রাজধানীর আনোয়ারা উদ্যান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
অবহেলিত রাজধানীর আনোয়ারা উদ্যান ছবি: আনোয়ারা উদ্যান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ফার্মগেটে অবস্থিত আনোয়ারা উদ্যান। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় পার্কটি।

নানা অবহেলায় পার্কের সৌন্দর্য আজ প্রায় ম্লান। পার্কের ভেতরে গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের ঘরবাড়ি ও অবৈধ দোকান। এর ফলে যে উদ্দেশ্যে পার্ক অর্থাৎ সাধারণ মানুষ হাঁটা-চলা ও বিশ্রাম নেওয়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি এমনই কিছু চিত্র ধরা পড়লো আনোয়ার হোসেন রানার ক্যামেরায়।
 

আনোয়ারা উদ্যান এখন ক্রিকেট খেলার মাঠ।


উদ্যানের ভিতরে পড়ন্ত বিকেলে স্কুল শেষে ক্রিকেট খেলায় মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা।
 

খেলার ফাঁকে উদ্যানের গাছের ছায়ায় স্কুল শিক্ষার্থীদের বিশ্রাম।


পথচারী ও সাধারণ মানুষ পার্কের বেঞ্চে বসে একটু বিশ্রাম নেবে সেই অবস্থা নেই। অযত্নে ভেঙেই পড়েছে কংক্রিটের বেঞ্চগুলো।
 

বসার আসনে পথচারী নয়, কাপড় শুকানো হচ্ছে।
 

অযত্নের কবল থেকে রক্ষা পায়নি ছাতাগুলো। ভেঙে টুকরা টুকরা হয়ে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
 

‍পার্ক তো নয়, যেনো ময়লা-আবর্জনার কোনো এক ভাগাড়। বসা কিংবা হাঁটাচলার মতো অবস্থা নেই। নেই পার্কের ময়লা পরিষ্কারেরও কোনো উদ্যোগ।


উদ্যানের ভেতরে চলছে আখের রস বিক্রি। উৎপাদিত আবর্জনা যত্রতত্র ফেলে রাখা হয়েছে স্তুপ করে।
 

উদ্যানে হাঁটার জায়গায়টুকুও ছিন্নমূল মানুষের দখলে। এর ফলে চলার পথে নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন পথচারীরা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।