ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

কৃষ্ণচূড়ার সাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
কৃষ্ণচূড়ার সাজ

ঢাকা: ‘কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে’-গানের এ পংক্তির মতো গ্রীষ্মের তাপদাহের মধ্যেও কৃষ্ণচূড়ার রক্তিম আবহ।


রাজধানীর সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যানের মাঝখানের সড়কের দু’পাশে সারি সারি কৃষ্ণচূড়া ফুলে-ফুলে ছাওয়া।


পুরো গাছজুড়ে ফোটা কৃষ্ণচূড়ার রঙিন আলোয় উদ্ভাসিত যেন আকাশ।

সংসদ ভবনের পাশের অংশে কৃষ্ণচূড়া গাছের আধিক্য। প্রখর রোদে এ কৃষ্ণচূড়ার মধ্য দিয়ে দেখা সংসদ ভবন হয়ে আরো বেশি মনোহর।

সড়কে দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়তে থাকে ভ্রমণপিপাসুদের আনাগোনা। বিশেষ করে তরুণ-তরুণীদের চোখ আটকে যায় অনিন্দ্যসুন্দর কৃষ্ণচূড়ার থোকায়।

চন্দ্রিমা উদ্যানে অন্যান্য গাছকে ছাপিয়ে নিজ মহিমার জানান দিচ্ছে অপরূপা সাজের কৃষ্ণচূড়া। দূর থেকে দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।


ফুলের শোভায় শোভিত কৃষ্ণচূড়া। থোকায় থোকায় লাল রঙকে বন্দি করে জানাচ্ছে গ্রীষ্মের বার্তা।


সড়কের পাশে কৃত্রিম খাল। পাশেই সারি-সারি  কৃষ্ণচূড়া। পিচঢালা পথের ধারে সারিবন্ধ এ কৃষ্ণচূড়া মন হরণ করে নেয়।
 বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।