ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

২৩ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, মে ৩, ২০১৬
২৩ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ!

ঢাকা: হলিউডের হরর মুভি ছাড়া বহু বছর আগে বিলুপ্ত প্রাণী ডাইনোসরের অস্তিত্ব এখন আর কোথাও পাওয়া যায় না। তবে স্পেন বলছে, তার দেশের উত্তর-পূর্বাঞ্চলের কাতালোনিয়ায় ২৩০ মিলিয়ন (২৩ কোটি) বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে।

দেশটির আইবেরিয়ান উপদ্বীপে ডাইনোসরের পায়ের ছাপ আবিস্কৃত হয়েছে বলে তারা দাবি করছে। যেখানে প্রাচীন ডাইনোসর ও কুমির হাঁটাহাটি ও চলাফেরা করেছে।

সোমবার (০২ এপ্রিল) স্পেনের প্রত্নতত্ত্ব ও জীবাশ্ম বিভাগ এক গবেষণায় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে আরও গবেষণা হতে পারে বলেও তারা জানায়।

এক বিবৃতিতে বলা হয়, ‘ডাইনোসরের পায়ের ছাপ ও ত্বক অপরিবর্তিত অবস্থায় পাওয়া গেছে। সংরক্ষণের এই অবস্থা ব্যতিক্রমী মনে হয়েছে। ’

এর মাধ্যমে বিলুপ্ত প্রাণী ডাইনোসর সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে। যা বিশ্ববাসীর ডাইনোসর সম্পর্কে কৌতূহল মেটাতে আরও বেশি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মে ০৩, ২০১৬
টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।