ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ম্যাক্সিম গোর্কি ও নীলিমা ইব্রাহীমের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
ম্যাক্সিম গোর্কি ও নীলিমা ইব্রাহীমের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৮ জুন ২০১৬, শনিবার। ৪ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮১৫ - নেপোলিয়ন ব্যাটল অব ওয়াটারলুতে ব্রিটিশ, জার্মান এবং ডাচ বাহিনীর হাতে পরাজিত হন।
•     ১৯৮৩ - স্যালি রাইড আমেরিকার প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশে যান।
•     ১৯২৮ - প্রথম নারী বৈমানিক হিসেবে অ্যামেলিয়া ইয়ারহার্ট আটলান্টিক পার হন।

জন্ম
•     ১৯০৩ - মার্কিন গণিতবিদ ও যুক্তিবিদ অ্যালোঞ্জো চার্চ।
•     ১৯৪২ - ইংরেজ পপসঙ্গীত তারকা পল ম্যাককার্টনি।
•     ১৯৫০ - বাংলাদেশি সাংবাদিক মাহফুজ আনাম।

মৃত্যু
•     ১৯৩৬ - বিখ্যাত রুশ সাহিত্যিক মাক্সিম গোর্কি। জন্ম নিঞ্জি নভগরদ এলাকায়। তার অন্যতম বিখ্যাত রচনা ‘মা’। ছেলেবেলায় মা-বাবাকে হারিয়ে খুব কষ্টে জীবনযাপন করেছেন। ১৮৮৭ সালে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। পরে বাড়ি ছেড়ে দীর্ঘ ৫ বছর পায়ে হেঁটে সারা রাশিয়া ভ্রমণ করেন।
•     ২০০২ - বাঙালি শিক্ষাবিদ নীলিমা ইব্রাহীম। সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহীম ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৭৪ সালে তিনি বাংলা একাডেমির অবৈতনিক মহাপরিচালক ছিলেন। একবছর এ দায়িত্ব পালন করেছেন। তার অর্জনের মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, শেরে বাংলা পুরস্কারসহ আরও অনেক পুরস্কার।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।