ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

রমজানে ব্যস্ত বাটিক শ্রমিকরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
রমজানে ব্যস্ত বাটিক শ্রমিকরা

ঢাকা: নারায়ণগঞ্জের বান্টি গ্রামে ব্যস্ত সময় পার করছেন বাটিক শ্রমিকরা। সামনে পবিত্র ঈদুল ফিতর।

কাজে-কর্মে দম ফেলার সময় নেই তাদের। কেউ কাপড়ে মোম দিচ্ছেন, কেউ বা আবার কাপড়ে রং করতে ব্যস্ত। ভোর থেকে রাত পর্যন্ত চলছে তাদের টানা কাজ; কোনো ছুটি পর্যন্ত নেই। কর্মীরা জানালেন, সাধারণত তিনভাবে বাটিকের কাজ করা হয়। আর যারা বাটিকের কাজ করেন তাদেরও সময় নেই অন্য কিছু ভাববার। ক’দিন পরেই ঈদ, তাই হাতের কাজ শেষ করতে হচ্ছে দ্রুত।

যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত তারাই বাটিকের কাপড় ব্যবহার করেন। কোনো কাপড়ের উপর যে জলছাপ দেওয়া হয় সেটাই হলো বাটিক কাজ।

 

কাপড়ে মোম দিচ্ছেন শ্রমিকরা

মোম দেওয়ার পর কাপড় শুকানো হচ্ছে।


রোদে শুকানো কাপড় ভাজ করতে ব্যস্ত শ্রমিকরা।

থান কাপড় কেটে কয়েকটি ভাগে ভাগ করছেন শ্রমিকরা

ঈদকে সামনে রেখে কাপড়ে ব্লক দিতে ব্যস্ত দ‍ু’শ্রমিক।

কাপড়ে বিভিন্ন রঙ্গের আলপনা দিতে ব্যস্ত শ্রমিক। বাটিকের কাজে ব্যবহার করা হচ্ছে রং।

রং করার পর ফের ধুয়ে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয় কাপাড়, এমনটাই জানিয়েছেন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।