ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

গুগল আর্থ ইমেজে ধরা পড়লো দৈত্য! (ভিডিও)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
গুগল আর্থ ইমেজে ধরা পড়লো দৈত্য! (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: গিজার পিরামিডের কিছু দূরে বেকারির আশেপাশে বাস্কেট হাতে হেঁটে যাচ্ছে দুই দৈত্য। দৈত্য নাকি মেসোপটেমিয়ার প্রাচীন দেবতা? মিশরের একটি বেকারির পাশে নয় ফুট উঁচু টাওয়ারের মতো দুই ভদ্রলোকের ভিডিও ফুটেজ ইউটিউবে অ‍াপলোড হয়েছে।

 

‘Unreal! Two GIANT Men spotted nearby Giza Pyramids! নামে প্রায় দু’লাখ ভিউয়ারের দেখা এই ভিডিওটি আপলোড করেছেন, MrMBB333 নামের একজন ইউজার।

ছবিতে দেখা যাচ্ছে, গিজা পিরামিডের অদূরে ডলসি বেকারির কাছে দু’জন রাস্তার এপাশ-ওপাশ ধরে হাঁটছেন। MrMBB333 গুগল স্যাটালাইট ম্যাপ জুম করে দেখেন, শুষ্ক অঞ্চলে সারি সারি অনেক ঘর আর দালান। আরও জুম করে দেখা যায়, এই দৈত্যমানব দু’জনকে।
 
তিনি লিখেছেন, আট ফুটেরও বেশি লম্বা দুই ব্যক্তির কোমর ছিলো পাশে রাখা গাড়ির ছাদের অনেকখানি উপরে। এত লম্বা তারা!

দু’জনই পরেছেন জিন্স ও লং স্লিভ শার্ট। এদের মধ্যে একজনের হাতে ছিলো ঝুড়ি। ওহ, অ‍ানুনাকিরা ফিরে এসেছে!

মেসোপটেমিয়ান সংস্কৃতিতে, আনুনাকি হচ্ছে দেবদেবীদের একটি গোষ্ঠী। বলা হয়, এরাই মানবজাতি, এমনকি পিরামিড তৈরি করেছেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।