ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

হাজী মোহাম্মদ দানেশের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
হাজী মোহাম্মদ দানেশের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৮ জুন ২০১৬, মঙ্গলবার। ১৫ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৬৫৭ - দারা শিকোহ অনূদিত ‘শির-ই-আকবর’ প্রকাশিত হয়।
•     ১৭৫৭ - মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।
•     ১৮২০ - প্রথম প্রমাণ হয় টমেটো বিষাক্ত নয়।
•     ১৮৩৮ - রানী ভিক্টোরিয়ার রাজ্যাভিষেক হয়।
•     ১৯৫৪ - জওহরলাল নেহেরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি ঘোষণা করেন।
•     ১৯৭৮ - পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।
•     ১৯৯২ - ডা. জন ফ্রাঙ্ক প্রথম লিভার ট্রান্সপ্লান্ট করেন।

জন্ম
•     ১৮৬৭ - নোবেলজয়ী (১৯৩৪) ইতালীয় সাহিত্যিক লুইজি পিরানদেল্লো।
•     ১৮৯৪ - ‘কল্লোল’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক গোকুলচন্দ্র নাগ।
•     ১৯০১ - ব্রিটিশবিরোধী বিপ্লবী ও কমিউনিস্ট নেতা কমরেড মণি সিং।
•     ১৯৪০ - গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল পুরষ্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তন করেন। মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম এ পুরস্কার পান।

মৃত্যু
•     ১৮৮৬ - তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসএমএন/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।