ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বাংলা প্রহসনের দিকপাল অমৃতলাল বসুর প্রয়াণ

​ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
 বাংলা প্রহসনের দিকপাল অমৃতলাল বসুর প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২ জুলাই ২০১৬, শনিবার। ১৮ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮৮১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ তম প্রেসিডেন্ট জেমস আব্রাহাম গারফিল্ড নিহত হন।
•     ১৯৩৭ – আটলান্টিক মহাসাগর অতিক্রমকারী প্রথম মহিলা বৈমানিক আমেলিয়া ইয়ারহার্ট রহস্যজনকভাবে নিখোঁজ হন।
জন্ম
•     ১৮৭৭ - জার্মানিতে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী সুইজারল্যান্ডের কবি ও চিত্রকর হেরমান হেস।

মৃত্যু
•     ১৭৭৮ - সুইজারল্যান্ডের দার্শনিক জ্যাঁ-জাক রুসো।
•     ১৯২৯ - বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা অমৃতলাল বসু। নাটক রচনা ও নাট্যাভিনয়ে সাফল্যের জন্য জনসাধারণের কাছে রসরাজ নামে খ্যাত ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ ও অর্ধেন্দুশেখর মুস্তফীর উৎসাহে তিনি ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল, স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে সুনামের সঙ্গে অভিনয় করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় অমৃতলাল বসুকে জগত্তারিণী পদকে ভূষিত করে।

•     ১৯৬১ - মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প রচয়িতা ও সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
এসএমএন/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।