ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

এলিয়েন খুঁজতে চীন বানালো বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
এলিয়েন খুঁজতে চীন বানালো বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ

ঢাকা: এলিয়েন খোঁজার প্রতিযোগিতায় এবার এগিয়ে গেছে চীন। কিছুদিন আগে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপের শেষ অংশ জোড়া লাগিয়েছে দেশটি।

মহাশূন্য পর্যবেক্ষণ ও মহাজাগতিক প্রাণ অন্বেষণে কাজ করবে ঢাউস পেয়ালা সমেত FAST (Five-hundred-meter Aperture Spherical Telescope ) টেলিস্কোপটি।

পাঁচশো মিটার (০.৩১ মাইল) গোলাকার টেলিস্কোপ ৩০টি ফুটবল মাঠের সমান। চীনের দক্ষিণ-পশ্চিম গাইজু প্রদেশের পাহাড়চূড়া কেটে বসানো হয়েছে রুপালি অনুসন্ধানী এ টেলিস্কোপ। এতদিন ইউরোপের একশো মিটার (৩২৮ ফুট) চওড়া টেলিস্কোপ ছিলো বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ। কিন্তু তা এখন FASTএর পাঁচ ভাগের একভাগ মাত্র।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেস সিনহুয়া নিউজ এজেন্সিকে জানিয়েছে, বিজ্ঞানীরা এখন রেডিও টেলিস্কোপের পরীক্ষামূলক পারফরম্যান্স দেখবেন। একশো ৮০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত FAST এলিয়েন হান্টিংয়ে আগামী দুই দশকে গ্লোবাল লিডার হয়ে উঠবে বলে আশাবাদী টেলিস্কোপের প্রতিষ্ঠ‍াতা চাইনিজ একাডেমি অব সায়েন্সের অধীনস্ত National Astronomical Observation।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এসএমএন/এএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।