ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১০ জুলাই ২০১৬, রবিবার। ২৬ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৫২৬ - পানিপথের যুদ্ধে জয়লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।
•     ১৮৫৭ - মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত।
•     ১৯২১ - মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।
•     ১৯৪২ - দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে বাকরুদ্ধ হয়ে যান।
•     ১৯৪৬ - ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।

জন্ম
•     ১৮৭১ - ফরাসি ঔপন্যাসিক মার্সেল প্রুস্ত।
•     ১৮৮৫ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। একাধারে বহুভাষাবিদ, শিক্ষক ও দার্শনিক। ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে তার জন্ম। সবসময়ই সাহিত্য জগতে তার পদচারণা ছিলো। এমএ পাস করেই বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সম্পাদক হন। ১৯৪৮ সালে ছিলেন পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের সভাপতি। বাংলাকে রাষ্ট্র ভাষা করার পক্ষে যে কয়জন ব্যক্তি জোরালো বক্তব্য রেখেছেন তাদের মধ্যে তিনি অন্যতম।
•     ১৯১৫ - নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক সল বেলো।

মৃত্যু
•     ২০০১ - বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরী।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ১০, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।