ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

খাঁড়া পাহাড়ে সাহসী ঘুম!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
খাঁড়া পাহাড়ে সাহসী ঘুম!

ঢাকা: সুউচ্চ পাহাড়চূড়ায়, দমকা হাওয়ার চমকে সুখনিদ্রা সম্ভব নয়। ওপর থেকে নিচে তাকালেই তো পেটের ভেতর প্রজাপতির ওড়াউড়ি শুরু হয়ে যায়।

কিন্তু সাহসীরা একথা মানবে কেন? খাঁড়া পাহাড়ের শরীর দিয়ে এঁকেবেঁকে যাওয়া ঝুলন্ত পথের ওপরই বিছানা পেতেছেন শতশত সাহসী ক্যাম্পার।

কেন্দ্রীয় চীনের হেনান প্রদেশের লাউঝুন খাঁড়া পাহাড়ের এক হাজার মিটার (তিন হাজার দুইশো ৮০ ফুট) উঁচু জুলন্ত ওয়াকওয়েতে সারি সারি রঙিন তাঁবু খাটানো হয়েছে। সরু গলির মতো সংকীর্ণ ওয়াকওয়েতে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ক্যাম্পাররা এবার নিদ্রায় নিমগ্ন হতে চান।  

এই ঝুঁকিতে আশীর্বাদস্বরূপ তারা পাবেন- তারাভরা রাতের আকাশ আর ভোরের মাতাল উপত্যকার মোহনীয় স্বর্গীয় দৃশ্য দেখার সুযোগ।  
সংবাদমাধ্যম জানায়, স্থানীয় ক্যাম্পিং ফেস্টিভাল উদযাপন করতে ক্যাম্পাররা এখানে তাঁবু টাঙিয়েছেন। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই আইডিয়াটিকে অনেকে অংশগ্রহণকারীদের সাহসের পরীক্ষা হিসেবেও বিবেচনা করছেন।

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।