সিলেট: বিদায় লগ্নে শ্রাবণ মাস। বিদায় লগ্নে বর্ষাকাল।
এখন যেন গৃহস্থালী কাজেও চোখ ফেরানোর ফুসরত নেই তাদের। লাভ-ক্ষতির হিসাব কষারও নেই সময়। চিন্তা এখন কেবলই বৈরী আবহাওয়ায় যেন ধান নষ্ট না হয় সে নিয়ে।
সিলেটজুড়ে আউশ ধান গোলায় ওঠাতে কৃষকের দিনের ব্যস্ততার ছবি ওঠে এসেছে বাংলানিউজের ক্যামেরায়।
জমিতে পাকা ধান। মাথার ওপরে আগুনঝরা রোদ। তাতে কী আসে যায়? ধান তো তুলতে হবে গোলায়। তাই কাস্তে হাতে ধান কাটতে ব্যস্ত কৃষকরা।
কেউ মাথায় করে, কেউবা কাঁধে বহন করে ধান নিয়ে যাচ্ছেন বাড়িতে।
মাড়াই যন্ত্রে আঁটি থেকে ধান বের করছেন কৃষকরা। কেউবা গরু দিয়ে ধান মাড়াই করে গুটি ধান বের করছেন।
গুটি ধান রাস্তার ওপর শুকিয়ে নিতে ব্যস্ত কৃষক। রোদে শুকোনোর পর এবার ঘরে নেওয়ার প্রস্তুতি। তাই বহনকাজে ব্যবহৃত উড়াতে (টুকরি) শুকনো ধান রাখছেন এক কৃষক।
এবার সিলেট বিভাগে ১ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে আউশ ধানের ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এনইউ/এইচএ/