পণ্যের বাজার সৃষ্টিতে বিজ্ঞাপনের বিকল্প নেই। কিন্তু তাই বলে বিয়ের কনে বিক্রির বিজ্ঞাপন।
বিজ্ঞাপন দিয়েছে চিনের ম্যারিজ ব্যুরো। তাদের অফার যে কোনো চাইনিজ বরের জন্য তারা এনে দেবে ভিয়েতনামি কনে। দর দুই লাখ ইউয়ান। আরও বলা হচ্ছে, একটি কনে পালিয়ে গেলে তার পরিবর্তে নতুন কনে এনে দেওয়া হবে। খবর প্রকাশ করেছে চিনা দৈনিক সাংহাই ডেইলি।
বিজ্ঞাপনে বলা হচ্ছে, ‘কনের কুমারিত্ব নিশ্চিত করা হবে এবং কেউ যদি ভেগে যায় তাহলে বিনে পয়সায় এক বছরের জন্য এনে দেওয়া হবে নতুন কনে। ’ সম্প্রতি অনেক ভিয়েতনামী মেয়ে তাদের স্বামীদের ছেড়ে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটেই নতুন এ অফার সংযোজন করা হয়েছে। আর সমস্যা হচ্ছে যাদের বউ ভাগছে তারা পুলিশের কাছে যেতে পারছে না। কারণ এমনভাবে হারিয়ে যাওয়ায় উল্টো তাদেরই যেতে হচ্ছে জেলে।
চীনে নারী ও পুরুষ অনুপাতে ভারসাম্যহীনতার কারণেই দেশটিতে ভিয়েতনামি মেয়েদের কদর বাড়ছে।
সর্বশেষ জনসংখ্যা গণনায় দেখা গেছে চিনে প্রতি ১১৮ জন পুরুষে নারীর সংখ্যা ১০০ জন।
বাংলাদেশ সময় ০০২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১