ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

যৌন হরমোন পেশাকে প্রভাবিত করে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, সেপ্টেম্বর ২, ২০১১
যৌন হরমোন পেশাকে প্রভাবিত করে

আপনি জানেন কি, আপনার পেশা বিশেষভাবে প্রভাবিত হতে পারে আপনার যৌনতা দ্বারা। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।



ওই গবেষণার সমন্বয়কারী মনোবিজ্ঞানে স্নাতক শেষ করা পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের আড্রিন এম বেলটজ নামের একজন ছাত্র জানান, যৌন হরমোন কারো পেশার ওপর প্রভাব ফেলতে পারে। গবেষণায় তার পক্ষে শক্ত প্রমাণ পাওয়া গেছে।

কিশোর-তরুণ যাদের জন্মগতভাবে কনজিনেন্টাল আড্রেনাল হাইপারপ্লাসিয়া (সিএএইচ) আছে এবং যাদের ভাইবোনদের সিএএইচ নেই তাদের ওপর এই গবেষণা চালানো হয়।

পেন স্টেট বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, যাদের সিএএইচ আছে তারা, যাদের সিএএইচ নেই তাদের তুলনায় অনেক বেশি পৌরুষদীপ্ত। সিএএইচ এক ধরনের পুরুষ যৌন হরমোন।

যেসব মেয়েদের সিএএইচ আছে তারা শারীরিকভাবে মেয়ে হলেও তাদের আগ্রহ পুরুষরা যেসব পেশা বেছে নেয় সেসব পেশার প্রতি।

গবেষকরা আরও দেখতে পেয়েছেন, অভিজ্ঞতায় দেখা গেছে যেসব মেয়েদের  সিএএইচ নেই তাদের পছন্দ শিক্ষকতার প্রতি। আর যেসব মেয়েদের সিএএইচ আছে সেসব মেয়েরা প্রকৌশলী, শল্যবিদ হতে বেশি আগ্রহী।

বাংলাদেশ সময় ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।