শ্যানডং: সবেমাত্র বর্ণমালা পড়তে শুরু করেছে জিয়া। কিংবা সে পাঠ হয়তো কেবলই শেষ করলো।
এই কতটুকুন আর বয়স হবে। মাত্র চার বছর। ছোটছোট পা দিয়ে দৌড়ে বাবা-মার কোলে ঝাঁপিয়ে ওঠার সময় এখন ওর। এই বয়সেই শুধু বাবা-মাকে নয় বিশ্ববাসীকে অবাক করেছে চীনের জিয়া ঝেং।
মাত্র চার বছর বয়সেই দক্ষতার সঙ্গে প্রাইভেট কারের হুইল ধরেছে জিয়া। শুধু তাই নয় গাড়ি চালিয়ে অবাক করেছে সবাইকে।
জিয়ার বাবা গাড়িটির পেছনে আসনে বসে ভিডিওটি ধারণ করে বিশ্বের অন্যতম জনপ্রিয় সাইট ইউটিউবে ছেড়েছে।
দুই মিনিটের এ ভিডিও চিত্রে দেখা যায় চীনের শ্যাংডন প্রদেশের জিনাল এলাকার একটি ব্যস্ততম মহাসড়কে জিয়া হুইলটাকে আকড়ে ধরে দক্ষতার সঙ্গে গাড়ি চালাচ্ছে। এমনকি অনান্য গাড়িগুলোকে পেছনে ফেলে তার কারটিকে সাবলিলভাবেই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
ভিডিওতে আরো দেখা যায়, এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর তার বাবা বলছে, জিয়া ঝিং তুমি থাম এবার তোমার বাবাকে চালাতে দাও। তারপর জিয়া গাড়িটিকে পার্ক করে পেছনে চলে আসলে তার বাবা ড্রাইভিং আসনে যায়।
সূত্র: ইন্টারনেট
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১১