ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

শান্তির জন্য ‘যৌন ধর্মঘট’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, সেপ্টেম্বর ১৬, ২০১১
শান্তির জন্য ‘যৌন ধর্মঘট’!

ম্যানিলা: এক অভিনব ধর্মঘটের মাধ্যমে বিবাদপূর্ণ গ্রামে শান্তি ফিরিয়ে এনেছেন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপে অবস্থিত ওই গ্রামের নারীরা। মারামারি বন্ধ না করলে যৌন সহবাস না করার হুমকি দিয়ে বিবদমান স্বামীদের সহিংসতা থেকে নিবৃত্ত করেছেন ওই গ্রামের নারীরা।



জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) শুক্রবার এই অদ্ভুত ও সফল প্রতিবাদের খবর জানিয়েছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থার কর্মকর্তা রিকো স্যালসেডো জানান, দক্ষিণাঞ্চলীয় মিনানদো দ্বীপের দাদো গ্রামে কোনো আইন-শৃঙ্খলা ছিল না বললেই চলে। কিন্তু গত জুলাইয়ে ওই গ্রামের নারীদের ‘যৌন ধর্মঘটের’ হুমকির পর সেখানে শান্তি ফিরে এসেছে। গ্রামটিতে ১০২টি পরিবার বসবাস করে।

স্যালসেডো বলেন, ‘ওই অঞ্চলে সংঘর্ষ, পারিবারিক কলহ এবং জমি-জমা নিয়ে বিরোধ লেগেই থাকত। সম্প্রতি ‘যৌন ধর্মঘটের’ ওই আইডিয়া স্থানীয় মেয়েরাই উদ্ভাবন করেছে। ’

তিনি জানান, আইডিয়াটি লুফে নেয় কাপড় সেলাইয়ের কাজ করা স্থানীয় নারীরা। কিন্তু ধর্মঘট শুরুর পর এই নারীদের নানা হুমকির মোকাবেলা করতে হয়েছে। ভয়ে তারা ব্যবসার কাজে বাইরে বের হতে পারত না।

তবে শেষ পর্যন্ত তারাই সফল হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।