ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

চুয়েটে ভর্তি ফরম বিতরণ শুরু ২৫ সেপ্টেম্বর

মাহবুব আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০১১
চুয়েটে ভর্তি ফরম বিতরণ শুরু ২৫ সেপ্টেম্বর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সে ভর্তি ফরম দেওয়া শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। তিনটি অনুষদের ৭টি বিভাগে ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ চলবে ২৫ অক্টোবর রাত ১২ পর্যন্ত।



টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা যাবে। তবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং জিসিই ও/এ লেভেল পাশ করা শিক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবে না।

তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে নির্ধারিত ফি ভর্তি কমিটির সভাপতি বরাবর সোনালী ব্যাংকের চুয়েট শাখায় ডিমান্ড ড্রাফ্ট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত করে চুয়েটের রেজিস্ট্রারার অনূকুলে জমা দিতে হবে।

এর জন্যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর হতে ২৫ অক্টোবর পর্যন্ত। এ কার্যক্রম  বিশ্ববিদ্যালয়ের প্রতি কর্মদিবস সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

আবেদন ফরম-এর আবেদন ও জমার জন্য দুটি গ্রুপ যথাক্রমে ‘ক’ ও ‘খ’ তে ৫০০ এবং ৬০০ টাকা নির্ধারন করা হয়েছে।

এ প্রসঙ্গে চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন টেলিটক মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে দেশি প্রতিষ্ঠান থেকে পাশকরা শিক্ষার্থীরা ভর্তির জন্য রেজিট্রেশন করতে পারবে। তবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং জিসিই ও/এ লেভেল পাশ করা ভর্তিচ্ছুকদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতাঃ

যে সকল শিক্ষার্থী শুধুমাত্র ২০১১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করেছে, অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

ভর্তি প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে কমপক্ষে গড় গ্রেড ৪ পয়েন্ট পেতে হবে।
 
এছাড়াও বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা /মাদ্রাসা /কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র ২০১১ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩ (বি গ্রেড) পেয়ে পাশ করতে হবে ।

ভর্তির জন্য শিক্ষার্থীর গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৩ থাকতে হবে। আর বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১১ সালের সমমানের পরীক্ষায় উক্ত বিষয়গুলোতে  কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে।

বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাবর্ষের অধ্যয়নকাল ১২ বছর আছে কেবল তারাই ভর্তির জন্য দরখাস্ত করতে পারবে। এ ক্ষেত্রে গ্রেড-এর সমান নিউমারিক্যাল ভেল্যু এর মান সম্পর্কে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়নকৃত সনদপত্র জমা দিতে হবে।

এছাড়াও  জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় নূন্যতম পাঁচটি পেপারে/বিষয়ে গড়ে ‘বি’ গ্রেড পেয়ে পাশ এবং জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের প্রত্যেকটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হতে হবে।

কেবলমাত্র ২০১১ সালে ‘এ’ লেভেল পাশ করা শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে  পারবে।

মোবাইলে আবেদন প্রক্রিয়াঃ

টেলিটক মোবাইল থেকে CUET <স্পেস> এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> এইচএসসির রোল নম্বর <স্পেস> এইচএসসি পাশের সাল লিখে পর্যায়ক্রমে এসএসসি’র শিক্ষাবোর্ডের নাম, রোলনম্বর এবং পাশের সন একই ভাবে লিখে গ্রুপের কী-ওয়ার্ডটি (ক/খ) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।  

প্রথম এসএমএসের সম্পূর্ণ তথ্য সঠিক হলে একটি ফিরতি এসএমএস দেওয়া হবে। এতে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর দিয়ে প্রার্থীর সম্মতি চাওয়া হবে।

সম্মতি জানাতে প্রার্থীকে আরেকটি এসএমএস-এ CUET <স্পেস> YES<স্পেস> পিন নম্বর <স্পেস> আবেদনকারীর সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

সম্মতি জানিয়ে এসএমএস দিলেই কেবল মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নেওয়া হবে এবং ফিরতি একটি এসএমএসের মাধ্যমে একটি ফরম নম্বর দেওয়া হবে প্রার্থীকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।

বিভাগ ও আসন সংখ্যাঃ

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর মধ্যে পুরাকৌশল বিভাগে ১৩০টি, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ ১২০টি, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ ১৩০টি, যন্ত্রকৌশল বিভাগ ১৩০টি, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ টি সহ মোট ৫৪০টি আসন রয়েছে।

এছাড়াও অন্যান্য বিভাগসমূহের মধ্যে স্থাপত্য বিভাগে ৩০টি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৩০টি সহ সবমিলিয়ে ৬০০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

সংশ্লিষ্টরা জানায় , বিশ্ববিদ্যালয়ে রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের ১০টি সহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। এছাড়া ভর্তির জন্য অন্য কোন ধরণের আসন সংরক্ষিত নেই।  

চলতি বছরের ২ নভেম্বর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বরসহ নামের তালিকা এবং ২৪ নভেম্বর শিক্ষার্থীদের মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

পরবর্তীতে ভর্তি, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরুর তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট www.cuet.ac.bd - থেকে জানা যাবে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি কিংবা ব্যক্তিগত চিঠি দেওয়া হবে না। ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা ওয়েবসাইট থেকে  ডাউনলোড করা যাবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য অফিস সময়ে রেজিস্ট্রারার অফিস অথবা হেলপ লাইনে যোগাযোগ করা যাবে। হেলপ লাইন- ০১৫৫৫৫৫৫০১১, ০১৫৫৫৫৫৫০১২।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।