ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

এবার সোনা রূপা হীরে জহরতের ন্যানো

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, সেপ্টেম্বর ২০, ২০১১
এবার সোনা রূপা হীরে জহরতের ন্যানো

ঢাকা: এবার সোনা রূপা দিয়ে ন্যানো বানিয়েছে টাটা। সেইসঙ্গে হীরে জহরতের মতো মহামূল্যবান রত্ন এঁটে দেওয়া হয়েছে এতে।

ফলে এর একটি গাড়ির দামই পড়বে ২২ কোটি রুপি।

সোমবার সন্ধ্যায় রত্নখচিত গাড়িটি অবমুক্ত করে এ ভারতীয় গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান।

তবে জেনে রাখা ভালো, গাড়িটি বিক্রির জন্য নয়। মহামূল্যবান ওই কারটি কাজে কর্মে পুরোদস্তুর সক্ষম হলেও তার কাজ মূলত গোল্ডপ্লাস জুয়েলারির মহিমা কীর্তন করা।

বলে রাখা ভালো, গোল্ডপ্লাস জুয়েলারি টাটা গ্রুপের টাইটান ইন্ডাস্ট্রির একটি প্রতিষ্ঠান।

টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা নিজে উপস্থিত থেকে এ রত্নখচিত কারটি অবমুক্ত করেন।

এটিই স্বর্ণে নির্মিত পৃথিবীর প্রথম গাড়ি। ভারতের অলঙ্কার শিল্পের ৫ হাজার বছর পূর্তি উপলক্ষে এ গাড়িটি নির্মাণ করা হয়েছে।

২২ ক্যারেটের ৮০ কেজি খাটি সোনার পাশাপাশি ১৫ কেজি রূপা লেগেছে গাড়িটি তৈরি করতে। সেইসঙ্গে হীরা, রুবি ছাড়াও মূল্যবান সব রত্ন ব্যবহার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।